শিলিগুড়ি:-শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগর বাজার সংলগ্ন এক বাড়ি থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল ফাঁসি দেওয়ার বিধান নগর থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বিধান নগর থানার পুলিশ বিধান নগরের বাজার সংলগ্ন ওই বাড়িতে হানা দেয়,ঘরের দরজার তালা ভেঙে পুলিশ তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। এবং ঘরের ভেতর থেকে নগদ ১০হাজার ৫০০ টাকা সহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়।জানা গিয়েছে সেই বাড়িতে জানুয়ারি মাসে মালদার কালিয়াচকের বাসিন্দা মোহাম্মদ আজিজুল রহমান ঘর ভাড়া নেন।মালদা থেকে ব্রাউন সুগার এনে বিধান নগর ঐ বাড়ি থেকে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতো বলে জানা যায়। পরবর্তীতে বিধান নগর থানার পুলিশ মোহাম্মদ আজিজুল রহমানকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয়।অপরদিকে বাড়ির মালিক জানান এই বিষয়ে তিনি কিছু জানেন না,গত জানুয়ারি মাসে ঐ ব্যক্তিকে আধার কার্ডের জেরক্স নিয়ে ভাড়া হিসাবে ঘরটি দেওয়া হয়।৫০০ গ্রাম ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা।ধৃত ব্যক্তিকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে।অপরদিকে বিধান নগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই ব্রাউন সুগারের ব্যবসার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে।