এক যুবকের হারিয়ে যাওয়া দাবি মােবাইল কুড়িয়ে পেয়ে পুলিশের মাধ্যমে দৈনিক টিভি চ্যানেলের সাংবাদিক মোবাইলের মালিকের হাতে তা তুলে দিলেন

0
472

 শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৩০মার্চ দক্ষিণ দিনাজপুর:- হারিয়ে যাওয়া দামি মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে পুলিশের মাধ্যমে দৈনিক টিভি চ্যানেলের সাংবাদিক মেলাইলের মালিকের হাতে তা ফেরত দিলেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার কালীতলা এলাকায়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ওই সাংবাদিককে ধন্যবাদ জানিয়েছেন মোবাইলের মালিক ও তার প্রতিবেশীও । সংবাদ মধ্যমের এমন কাজে পুলিশ আধিকারিক ও ধন্যবাদ জানিয়েছেন এই টিভি চ্যানেলের সাংবাদিককে।সাংবাদিকের এমন কাজকে সাধুবাদ জানিষেছেন সকলেই।

গঙ্গারামপুর থানার কালীতলাতে দোল উৎসবের দিন  সকালে গঙ্গারামপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণ পুর এলাকার বাসিন্দা দৈনিক টিভি চ্যানেলের সাংবাদিক সুজন সূত্রধর রাস্তার মধ্যে  পরে থাকা একটি রেডমি ওয়াই লাইটের দামি মােবাইল ফোন দেখতে পান।  সুজন বাবু দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাবডিভিশনাল রিপোর্টার্স অ্যাসােসিয়েশনের অফিস সম্পাদক পদে রয়েছেন। সাংবাদিক সুজন বাবু সেই মােবাইল ফোনটি কুড়িয়ে পাবার পরেই সেই বিষয়টি জানান গঙ্গারামপুর থানায় আইসি পূর্ণেন্দু কুমার কুমার কুন্ডুকে। থানার পুলিশ আধিকারিককে বিষয়টি জানানাের পরে সাংবাদিক সুজন সুত্রধর এই মােবাইল ফোনটি কার, তার খোঁজ খবর নিতে শুরু করেন।পরে তিনি জানতে পারেন যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি বেলবাড়ি এলাকার যুবক বাসুদেব শীলের। তাকে সুজন বাবু টেলিফোনে জানান আপনার ফোন কুড়িয়ে পেয়েছি যা আমি গঙ্গারামপুর থানার আইসির হাতে  মোবাইল টি দিয়ে এসেছি। উপযুক্ত প্রমাণ দিয়ে থানা থেকে মোবাইল ফোনটি আপনি নিয়ে আসবেন।

গঙ্গারামপুর থানা সূত্রে খবর, এর পরেই বাসুদেব শীল তার মোবাইল হারিয়ে যাবার বিষয় থানাতে সাধারণ লিখিতভাবে অভিযোগ করেছিলেন তা দেখান। মোবাইল কেনার কাগজ দেখিয়ে থানা থেকে সাংবাদিক সুজন সূত্রধরের মাধ্যমে খুঁজে তা থানায় জমা দেওয়া মোবাইলটি পুলিশ মোবাইলের মালিকের হাতে তুলে দেন। 

  দৈনিক টিভি চ্যানেলের গঙ্গারামপুর মহকুমা সাংবাদিক সুজন সূত্রধর জানিয়েছেন, সাংবাদিক হলেও আমরা কিন্তু মানুষ। সমাজে আমরা সবসময় মানুষের জন্যই কাজ করে থাকি। সমাজে মোবাইল ফোন কতটা জরুরি তা আমাদের থেকে আর কেউ বেশি উপলব্ধি করতে পারবে না।তাই পুলিশের মাধ্যমে মোবাইল ফোনটি কুড়িয়ে পাবার পরে ফেরত দিতে পুলিশে দিয়েছে।

   মোবাইলের মালিক বাসুদেব শীল তার হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে সাংবাদিকের কাজে খুশি হয়ে জানিয়েছেন, সত্যি খুবই ভালো লাগলো। তারমধ্যে সাংবাদিকের এমন কাজ প্রশংসনীয়। 

   মোবাইলের মালিক বাসুদেব শীল এর প্রতিবেশী রিন্টু বসাক সাংবাদিক এমন কাজে আমাদের খুবই ভালো লাগলো। ধন্যবাদ জানাই সুজন বাবুকে। 

   সংবাদমাধ্যমের এমন কাজে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু সুজন সূত্রধরের এমন কাজে ধন্যবাদ জানিয়েছেন  ।

 দৈনিকমহাকুমার সাংবাদিকের এমন কাজে সকল প্রশংসা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here