শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৪এপ্রিল দক্ষিণ দিনাজপুরঃ-এক কিশােরের গলাই আটকে যাওয়া টুথ ব্রাসের বড় অংশ বিরল অস্ত্রপ্রচার করে তা বের করল সুপার স্পেশালিটি হাসপাতালে এক চিকিৎসক।যা দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে গঙ্গারামপুরের পুরসভার সামনে সুভাষপল্লীতে অবস্থিত সুপার স্পেশালিটি হাসপাতাল সুস্পর্শ নার্সিংহােম কর্তৃপক্ষ বিরাট সাফল্যে অর্জন করে সাড়া ফেলে দিয়েছে জেলাতে।এমন সাফল্যে পাবার পরে চিকিৎসক থেকে নাসিংহােম কর্তৃপক্ষ জানালাে,এটা একমাত্র এই নাসিংহােমে সমস্ত পরিকাঠামাে রয়েছে বলেই সম্ভব।সেই সঙ্গে আমরাও চাই কাউকে আর কোলকাতা সহ বাইরে গিয়ে চিকিৎসা করতে হবে না জেলার মানুষজনদের। স্পর্শ সুপার স্পেশালিটি হাসপাতালে আসলেই উন্নত মানের সব ধরনের পরিষেবা পেয়ে যাবেন আপনারা।এমন বিরল অস্ত্রপ্রচারে নার্সিংহােম কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন ওই কিশােরের পরিবার সহ শহরবাসিও।
বংশীহারী থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের জামারের বাসিন্দা পেশায় দিনমুজুর দুস্থ্য পরিবারের টুনু রায়ের ছােট ছেলে রহিত রায়।পরিবারে রয়েছে বড় ছেলে ও তাঁর স্ত্রী স্বপ্না রায়ও।টুনু রায়ের সামান্য জমি ও দিন মুজুরি করে কোন মতে সংসার পরিচালনা করে থাকেন তিনি।
রায় পরিবার সূত্রে খবর শুক্রবার সকালে তাঁদের পরিবারের ছােট ছেলে রহিত রায় (১১)বছর বাড়িতেই সে সকালে টুথব্রাস করছিল। সেই সময় হঠাৎ করে সে উঠনের মধ্যে পরে গিয়ে মুখের মধ্যে থাকা টুথব্রাসের বেশিরভাগ অংশ গালার মধ্যে চলে যায়।সেই সময় ওই কিশাের শ্বাস নিতেই তার গলার ভিতরে ধীরে ধীরে তা প্রবেশ করতে থাকে।শুরু হয় ওই কিশােরের শ্বাসকষ্টও।জামারের শিহল হাইস্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র রহিতের শারিরীক অবস্থা খারাপ হতে থাকায় পরিবারের লােকজন তাঁকে গঙ্গারামপুর মহুকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।কিন্তু ওই কিশােরকে সেখান থেকে মালদা বা কোলকাতাতে যেতে বলা হয়।
রহিতের পরিবারের লােকজনদের কথায়, এর পরেই তিনি গঙ্গারামপুরের সুভাষপল্লীতে অবস্থিত সুপার স্পেশালিটি হাসপাতাল সুস্পর্শ নার্সিংহােম কর্তৃপক্ষ নিরেশ পাল,শােভন দাস,সুপ্রতিম চৌধুরী,সুস্পর্শ নাসিংহােমের ম্যানেজার মৈনাক বর্মনের সঙ্গে যােগাযােগ করেন।এর পরেই সেখানে সব ধরনের পরিকাঠামে থাকায় নাক,কান,গলা বিশেষণজ্ঞ চিকিৎসক আবীর চৌধুরী ওই কিশােরের গলার মধ্যে আটকে থাকা বাম কানের দিকে বিরল অস্ত্রপ্রচার করে দেড় ঘন্টার চেষ্টায় সেই টুথ ব্রাসের বড় অংশ ওই কিশােরের
গলার মধ্যে থেকে বের করা হয়।যা এমন বিরল অস্ত্রপ্রচার শহরে প্রথম। সুস্পর্শ নার্সিংহােমের মেডিক্যাল অফিসার সমিত ঘােষ জানিয়েছেন,আমাদের এখানে ভালাে পরিকাঠামাে থাকার জন্যেই এটা সম্ভব হয়েছে।যা আগামী দিনেই করাে যাব।
সুস্পর্শ নাসিংহােমের ম্যানেজার মৈনাক বর্মন জানিয়েছেন ,আপনাদের প্রয়ােজনে সুস্পর্শ নার্সিংহােমে আসুন আমরা সমস্ত ধরনের পরিষেবা দেব।বাইরে যাবার আর দরকার নেই আপনাদের। সুস্পর্শ সুপার স্পেশালিটি হাসপাতাল এমন পরিষেবা পাবার পরে ওই কিশােরের মা স্বপ্না জানিয়েছেন ,এই নার্সিংহােমের জন্যেই
ছেলেকে ফিরে পেলাম।ধন্যবাদ জানাই কর্তৃপক্ষ ও চিকিৎসককে। এমন বিরল অস্ত্রপ্রচারে নার্সিংহােম কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন ওই কিশােরের পরিবার সহ শহরবাসিও