বালুরঘাটে বাতিল যোগীর সভা, আসছেন শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী পায়েল সরকার

0
442

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৪ এপ্রিল–––– নির্বাচনী প্রচারে দক্ষিণ দিনাজপুরে আসছেন না যোগী আদিত্যনাথ। বুধবার তার বদলে নির্বাচনী প্রচার সারবেন শুভেন্দু অধিকারী এবং বাংলা সিনেমা জগতের বিশিষ্ট অভিনেত্রী পায়েল সরকার । মঙ্গলবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক  করে এই কথা জানিয়েছেন জেলা বিজেপির সম্পাদক বাপী সরকার । শহরের উত্তমাশা এলাকায় বালুরঘাট ললিত মোহন আদর্শ হাইস্কুলের মাঠে বিকেল ৩ টেই  অনুষ্ঠিত হবে ওই সভা। বাংলা নববর্ষের প্রথম দিনে এক ঝাঁক নেতৃত্বদের উপস্থিতি তে বিজেপির ওই সভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহল । 

জেলা বিজেপির সম্পাদক বাপী সরকার জানিয়েছেন, যোগীর পরিবর্তে ওই সভা করবে শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী পায়েল সরকার। যেখানে প্রচুর জনসমাগম হবে । বিশেষ কারণে যোগীর এই সফর বাতিল করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here