নির্বাচনের সাতদিন আগে বালুরঘাটে আরএসপি ছাড়ার হিড়িক, প্রাক্তন কাউন্সিলর মেম্বার সহ দল ছাড়লেন প্রায় ৪০০ জন

0
519

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৯ এপ্রিল–––– ভোটের মুখে বালুরঘাটে আরএসপি ছাড়ার হিড়িক। প্রাক্তন কাউন্সিলর, বর্তমান পঞ্চায়েত মেম্বার সহ আরএসপি ছাড়লেন প্রায় ৪০০ জন কর্মী । সোমবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে আরএসপির নেতা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ সুকান্ত মজুমদার । উপস্থিত  ছিলেন জেলা সভাপতি বিনয় বর্মন, বিধানসভার প্রার্থী অশোক লাহেড়ী, বাপী সরকার সহ জেলার প্রায় সমস্ত নেতৃত্বরাই । বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরিজিৎ মহন্ত ওরফে বল্টু,  হিলির পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের সদস্যা যমুনা মালী এবং তার বাবা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য অতুল মালী সহ প্রায় ৪০০ জন কর্মীসমর্থক এদিন বিজেপির পতাকা তুলে নিয়েছেন। নির্বাচনের মাত্র সাতদিন আগে এমন ঘরভাঙনের জেরে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বামফ্রন্টের এই মেজো শরিক আর এস পি দল। যদিও এই বিষয় নিয়ে এখনই সেভাবে কোন মন্তব্য করতে চান নি আর এস পির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী। 
দলত্যাগী অরিজিৎ মহন্ত এবং যমুনা মালীরা জানিয়েছেন, দেশের উন্নয়নে সামিল হতেই তারা আরএসপি ছেড়েছেন । বিজেপির হয়ে কাজ করবেন এবং নরেন্দ্র মোদির হাত শক্ত করবেন । 

সুকান্ত মজুমদার বলেন, দলে দলে নেতা কর্মী সহ সাধারণ সদস্যরা বিজেপিতে যোগদান করছেন । সকলেই মোদীজির উন্নয়নে সামিল হতে  চান। এদিন আর এস পির প্রাক্তন কাউন্সিলর,  বর্তমান ও প্রাক্তন মেম্বার সহ প্রায় চারশো  জন এদিন দল ছেড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here