রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতাকে ভোট দেবার আবেদন অভিনেতা দেবের, নায়ক কে দেখতে কামারপাড়ায় উপচে পড়লো মহিলাদের ভিড়

0
453

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৯ এপ্রিল–––– রাজ্যের উন্নয়ন আর মমতার সরকারের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে মুখ খুললেন সাংসদ দীপক অধিকারী । “কান দিয়ে  শুনলে শুধুই অপপ্রচার শুনতে পাবেন, আর চোখ দিয়ে দেখলে শুধুই দিদির উন্নয়ন দেখতে পাবেন” সোমবার দুপুরে বালুরঘাটে নির্বাচনী প্রচারে এসে এমনই মন্তব্য করেন অভিনেতা দেব । এদিন বালুরঘাট থানার কামারপাড়া হাঠখোলা এলাকায় বালুরঘাট আসনের তৃনমুল প্রার্থী শেখর দাশ গুপ্তর সমর্থনে  জমকালো প্রচারে আসেন দেব । যেখানে, তৃণমূলের দশ বছরের উন্নয়নের কথা তুলে ধরলেন সাংসদ দীপক অধিকারী। পাশাপাশি বিজেপিকে তুলোধুনা করে বলেন, যারা শুধু দিন রাত রাম রাম করে   চলেছেন তাদের কে ভোট দেবেন?  না  যিনি আপনাদের জন্য দিন রাত উন্নয়নের কাজ করে চলেছেন তাদের সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন জানাবেন। তা আপনাদেরকেই ভেবে সিদ্ধান্ত নিতে হবে।    দেব মঞ্চে দাঁড়িয়ে বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি। আমি যা দেখেছি তাই বলতে এসেছি আপনাদের। এটুকু বুঝেছি যে দল আমার পরিবারকে দেখছে,  আমার পাড়া প্রতিবেশিকে দেখছে,  মানুষকে ভালবেসে  আপনার পাশে  থাকছে আমি সেই দলকেই  ভোট দেবার কথা আপনাদের বলতে এসেছি। 


বিজেপির দেওয়া সব প্রতিশ্রুতি মিথ্যে বলে জানিয়েছেন দেব ।  ২০১৪ সালে প্রত্যেক বছর দেশে এক কোটি যুবককে চাকরি দেবে বলেছিল,  কিন্তু তার কিছুই হয়নি । পাশাপাশি দেব রাজ্যের দশ বছরে তৃনমুল শসনের খাদ্যসাথী থেকে স্বাস্থ্যসাথী,  কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রীর কথা তুলে ধরেন। দিদিকে  তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতে তৃনমুল প্রার্থী শেখর দাশ গুপ্তকে ভোট দেবার কথা বলে তিনি । সেই সঙ্গে খেলা হবে এবং উন্নয়নের খেলা হবে বলে জনতার উদ্দেশ্যে শ্লোগান তোলেন। অভিনেতা দেবকে দেখতে কামারপাড়া হাটখোলা মাঠে উপচে পড়ে মহিলাদের ভিড়। চলে মোবাইলে ছবি তোলার প্রতিযোগিতাও।এদিন জেলা নেতৃত্বদের নিয়ে কুশমন্ডি ও হরিরামপুরের প্রার্থীর সমর্থনেও সভা করেন সাংসদ তথা অভিনেতা দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here