“একই রাজ্যে বাস করেও সৎ মায়ের ব্যবহার পেয়ে এসেছে উত্তরবঙ্গের মানুষ” উন্নয়ন নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে বাম-তৃনমুলকে বিধলেন অমিত শাহ।

0
422

পিন্টু কুন্ডু,  বালুরঘাট,  ২২ এপ্রিল  ——-  রাজ্যের মানুষ হয়েও সৎ মায়ের ব্যবহার পেয়েছে গোটা উত্তরবঙ্গবাসী। দক্ষিন দিনাজপুরের হরিরামপুর বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে এসে বললেন অমিত শাহ। বৃহস্পতিবার দুপুরে বুনিয়াদপুর ফুটবল মাঠে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের হয়ে প্রচারে এসে তিনি বলেন, বামেদের আমল থেকে তৃণমূল আমল সবেতেই চরম বঞ্চনার শিকার হয়েছে গোটা উত্তরবঙ্গবাসী। উন্নয়ন বলে কিছুই হয়নি এই এলাকায়। একই রাজ্যে বাস করেও সৎ মায়ের ব্যবহার পেয়েছে গোটা উত্তরবঙ্গের মানুষ। তাই একবার সুযোগ দিন। সকলকেই সুযোগ দিয়েছেন, বিজেপিকে কিছু করে দেখাবার জন্য একবার সময় দেবার কথাও এদিন জানিয়েছেন সভা মঞ্চ থেকে। একইসাথে বিজেপি ক্ষমতায় এলে কি কি করতে চান উত্তরবঙ্গের মানুষের জন্য, সেটারও উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বঞ্চনার শিকার উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকেই সর্বপ্রথম খোলনলচে বদলে দেওয়া হবে। কলকাতা থেকে শিলিগুড়ি ৬৭৫ কিমি রাস্তা তিন ঘন্টায় যাতে পৌছানো যায় তার ব্যবস্থা। বাংলাদেশের সাথে উত্তর দিনাজপুর, ময়নাগুড়ি, জলপাইগুড়ির সংযোগ করে তেতুলিয়া করিডর। মালদা, বালুরঘাট এয়ারপোর্ট চালুকরে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবার দাবি জানান।

একইসাথে ফারাক্কায় অত্যাধুনিক মডেল লোজাস্টিক পার্ক গড়ে উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের হাওয়া বইয়ে দেওয়ার কথাও বলেন তিনি। একইসাথে শিলিগুড়িতে আইটি পার্ক, মেট্রোরেল চালু সহ উত্তরবঙ্গ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়  ও এইমস গড়বার প্রতিশ্রুতি এদিন মঞ্চে দাড়িয়ে দিতে দেখা গেছে অমিত শাহকে। করোনা বিধি মেনে প্রায় পাচশো লোকের উপস্থিতিতে এদিনের এই নির্বাচনী সভায় তার বক্তব্য যথেষ্টই নজর কেড়েছে নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও। বেলা বারোটা নাগাদ তার উপস্থিতির কথা থাকলেও আড়াইটে নাগাদ হেলিকপ্টারে করে বুনিয়াদপুরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেখান থেকেই গাড়িতে করে এসে নীলাঞ্জন রায়ের সমর্থনে প্রচার সভা সারেন অমিত শাহ। যেখানে এদিন প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন সহ অনান্য জেলা বিজেপি নেতৃত্বরা। 


এদিন প্রথম থেকেই তৃণমূলের বিরুদ্ধে  কিছুটা আক্রমনাত্মক মেজাজে দেখা গিয়েছে অমিত শাহ কে। তিনি বলেন, দিদির নির্বাচনী কোন এজেন্ডা নেই। শুধু মোদি আর আমাকে গালি দেওয়া ছাড়া। ২ মে দিদির যাওয়া নিশ্চিত  হয়ে গিয়েছে এরাজ্যে। সবশেষে জেলার সমস্ত বিধানসভার ভোটারদের অভয় বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২৬ শে এপ্রিল সবাই নিশ্চিন্তে ভোট দিন। দিদির গুন্ডারা আপনাদের চুলও ছিরতে পারবে না এবারের নির্বাচনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here