ব্রীজ নেই তো ভোট নেই, তপনে অনুন্নয়নের চিত্র তুলে ধরে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের

0
617

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৪ এপ্রিল¬¬¬–––  নির্বাচনের প্রাক মুহুর্তেও অনুন্নয়ন নিয়ে ক্ষোভ তপনে। রাস্তা ও ব্রিজের দাবীতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। দক্ষিণ দিনাজপুর জেলার জলঘর গ্রাম পঞ্চায়েতের ছোট দেউড়া গ্রামের ঘটনা ।  গ্রাম জুড়ে রীতিমতো পোষ্টার লাগিয়ে নিজেদের দাবী আদায়ে অনড় বাসিন্দারা । বিদায়ী মন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ স্থানীয়দের। ভোট প্রচারে এলাকায় দেখা মেলেনি কোন নেতা- মন্ত্রীর। গ্রামে পৌঁছায়নি কোন প্রশাসনিক কর্মকর্তারাও। 

তপন বিধানসভার অন্তর্গত বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের  ছোটো দেউড়া গ্রাম। প্রায় ৩৬৭ জন ভোটার রয়েছেন ছোট্ট ওই গ্রামে। গ্রামের ছেলে মেয়েদের জন্য রয়েছে একটি প্রাথমিক স্কুল, একটি এসএসকে এবং একটি অঙ্গনওয়ারী কেন্দ্রও রয়েছে । গ্রাম থেকে বাসিন্দাদের  শহরে আসবার জন্য প্রধান রাস্তাই রয়েছে কাশিয়া খাড়ি, যা পার হতে চরম দুর্বিষহ অবস্থা বাসিন্দাদের। খরার মরশুমে খাড়ির মধ্যদিয়ে পারাপার চললেও বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে ছোট ডিঙি নৌকা দিয়েই পারাপার হতে হয় ওই গ্রামের কয়েকশো বাসিন্দাদের। ব্রীজের দাবি দীর্ঘদিন থাকলেও শুধু মিলেছে আশ্বাসই, আর যে কারনে ওই খাড়ির উপর আজো তৈরি হয়নি ব্রীজ। প্রশাসনিক আধিকারিকরা যেমন উদ্যোগ নেয়নি তেমনি রাজনৈতিক নেতারাও কোন খোঁজ খবর রাখেনি বলে অভিযোগ গ্রাম বাসীদের । এলাকার মন্ত্রী বাচ্চু হাসদার বারবার আশ্বাসেও পুরন হয়নি তাদের দাবি। আর যার কারনে একপ্রকার বাধ্য হয়েই বাসিন্দারা এবারে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন । 

গ্রামবাসী শেফালী সরকার, প্রদীপ সরকার এবং অজিত সরকাররা জানিয়েছেন, ব্রীজ তৈরির জন্য মাটি পরীক্ষা পর্যন্ত হয়েছিল কিন্তু কোন কাজ হয়নি । রাস্তাও তৈরি হয়নি গ্রামে । বর্ষাকালে গ্রামের সকলেই জীবনের ঝুঁকি নিয়ে খাড়ি পারাপার হয়ে থাকেন। রাত বিরেতে প্রসুতি মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়েন তারা। আর তাই বাধ্য হয়ে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here