ভোটের একদিন আগেও তৃণমূল ছাড়ার হিড়িক তপনে, প্রাক্তন মেম্বার ও এক ছাত্র নেতা সহ একশো জনের যোগদান বিজেপিতে

0
954

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৪ এপ্রিল¬¬¬–––  ভোটের দোরগোড়ায় দাড়িয়েও তৃণমূল ছাড়ার হিড়িক তপনে। ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগ দিল দুই নেতৃত্ব সহ প্রায় একশো জন কর্মী সমর্থক । দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার বোল্লা অঞ্চলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার শুভাশিস রায় এবং তপন নাথালিয়ান মুর্মু মেমোরিয়াল কলেজের জিএস অমিত ঘোষ সহ প্রায় একশো জন তৃণমূল কংগ্রেস কর্মী এদিন যোগ দিয়েছেন বিজেপিতে। শনিবার বিজেপির জেলা কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । যেখানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন, বাপী সরকার সহ অনান্য নেতৃত্বরা। নির্বাচনের মাত্র একদিন আগে তৃণমূল শিবিরের এমন ঘর ভাঙনে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে শাসক দল। যা নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে গোটা তপন বিধানসভা কেন্দ্র জুড়ে।
যদিও তাদের দলবদলে কোন প্রভাবই পড়বে না বলে জানিয়েছেন জেলা তৃণমূলের কো অর্ডিনেটর সুভাষ চাকী।  তিনি বলেন, দীর্ঘদিন ধরেই দলের সাথে কোন সম্পর্ক ছিল না তাদের।
বিষয়টি নিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার অবশ্য জানিয়েছেন, ওই দুই নেতা সহ তাদের প্রায় একশোজনের এদিন দলবদল নির্বাচনে যথেষ্টই প্রভাব ফেলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here