বুনিয়াদপুর ও নারায়নপুর প্রেট্রোল মাম্প গাড়ি চালকদের ডিজেলের বদলে কেরোসিন দেওয়া হচ্ছে,অভিযোগ করে গাড়ি চালকদের পথ অবরোধ,লাইসেন্স বাতিলের দাবি

0
618

শীতল চক্রবর্তী বুনিয়াদপুর ২৪এপ্রিল দক্ষিণ দিনাজপুরঃ-নিবার্চন কমিশনের কাজে গাড়ি চালাতে এসে প্রেট্রোল মাম্প থেকে ডিজেল তৈল নিতে এসে তাঁদের গাড়িতে কেরোসিন তৈল দেবার অভিযোগের ঘটনায় গাড়ি চালকের পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার নারায়নপুর প্রেট্রোল মাম্পের সামনে বুনিয়াদপুর ভায়া রায়গঞ্জ ৫১২সড়কে। গাড়ি চালকদের অভিযোগ, বেশ কয়েকজন গাড়ি চালকদের ডিজেলের বদলে দেওয়া হয়েছে কেরোসিন তৈল,ফলে তৈল নিয়ে যাওয়া গাড়ি চালকেরা সমস্যায় পরেছেন।চালকদের খাবারের টাকাতেও দেওয়া হচ্ছে কম বলে অভিযোগ তাঁদের।সেই কারণেই এমন আন্দোলন করা হয়েছে।বংশীহারী থানা পুলিশের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন গাড়ি চালকেরা।যদিও প্রেট্রোল মাম্পের তরফে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বিকার করা হয়েছে। যদিও ৬মাস আগেও একই মাম্প থেকে প্রেট্রোলের পরিবর্তে কেরোসিন তৈল দেবার অভিযোগ ওঠার ঘটনায় প্রেট্রোল মাম্প লাইসেন্স বাতিলের দাবিতে সবর হয়েছেন সকলেই।

বুনিয়াদপুর পুরসভার নারায়নপুর প্রেট্রল পাম্পটি কুশমন্ডির একটি সমবায় মাধ্যমে পরিচালিত হয়ে আসছে বহু দিন ধরেই।এছাড়াও বুনিয়াদপুর একটি প্রেট্রল পাম্প মালিকদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। গঙ্গারামপুর মহুকুমা প্রশাসনের তরফে নিবাচন কমিশনের নির্দেশে ১০০০টি বিভিন্ন ধরনের ছোট বড় গাড়ি বরাদ্ধ করা হয় বিধানসভা নিবার্চনের কাজে লাগানোর জন্য৷এই গাড়ি গুলোর জন্য শহর বুনিয়াদপুর ও নারায়নপুর প্রেট্রল পাম্পের থেকে গাড়ি চালকদের তৈল বরাদ্ধ করা হয়৷সেই সঙ্গে ওই সমস্ত গাড়ি চালকদের জন্য তিন দিনের জন্য খাওয়া খরচ বাবদ কমিশনের তরফে ২০টাকা বরাদ্ধ করা হয়।শনিবার দুপুরে নারায়ন বুনিয়াদপুর সহ প্রেট্রল পাম্প থেকে৭০০টির বেশি ডিজেল তৈল নিয়ে নেয়৷সেই সঙ্গে গাড়ি চালকদের খাওয়া খরচ বাবদ ১০২০ টাকার বদলে ৫২০ টাকার দেওয়া হয় বলে অভিযোগ গাড়ি চালক তথা ও মালিকদের।

নিবার্চন কমিশনের কাজে আসা গাড়ি চালক গোলাম সারোয়ার, ম্যাজিক গাড়ির চালক রাজ্জাক হোসেন সহ আরেক গাড়ি চালকেরা অভিযোগ করে জানিয়েছেন, নারায়নপুর,বুনিয়াদপুর প্রেট্রল পাম্পটি থেকে ডিজেল তৈল নেবার পরে বেশিরভাগ গাড়িতে কেরোসিন তৈল দেওয়া হয়েছে।এতে বেশিরভাগ গাড়ি খারাপ হতে বসেছে। সেই সঙ্গে খাওয়া খরচ বাবদ ১০২০টাকার মধ্যে ৫২০টাকা দেওয়া হচ্ছে কেন সেই কারণেই পথ অবরোধ করেছি।অন্য মাম্প থেকে তৈল দিতে হবে।সেই সঙ্গে মাম্প প্রশাসন বন্ধ করুক সেটা আমরা চাই।

৬মাস আগেও এই নারায়নপুর প্রেট্রাল পাম্পের বিরুদ্ধে প্রেট্রাল এর সঙ্গে কেরোসিন মিশিয়ে তা বিক্রি করার অভিযোগের ঘটনায় ব্যপক শোরগোল পরেছিল সেই সময় সেই সময় সমবায়ের মাধ্যমে পরিচালিত ওই বুনিয়াদপুর পৌরসভার নারায়নপুর মাম্পের তরফে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছিল বলে সুত্রে খবর।

এমন ঘটনার খবর পাবার পরে সেখানে ছুটে আসে বংশীহারী থানার আইসি সহ বিরাট পুলিশ বাহিনী।তারা গাড়ি চালকদের সমস্যার বিষয়টি দ্রুত মিটিয়ে দেবার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গাড়ির চালকেরা। এবিষয়ে নারায়ন প্রেট্রল পাম্পের ম্যানেজার সুরোজিত ঘোষ অভিযোগ করে জানিয়েছেন,আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়।প্রশাসন চাইলে যেকোন পরীক্ষা  করতে পারবে।

এমন ঘটনায় ব্যপক শোরগোল পরেছে এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here