ভোট মিটতেই জল্পনা বাড়িয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে বালুরঘাটের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী, গুঞ্জন জেলায়, নো কমেন্ট বললেন শেখর দাসগুপ্ত

0
1496

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৮ এপ্রিল–––   ভোট মিটতেই কিছুটা জল্পনা বাড়িয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে সাতসকালেই হাজির হলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী । নির্বাচনের একদিন পরেই হঠাৎ কি কারণে তৃণমূল প্রার্থী শেখর দাসগুপ্তের বাড়িতে গেলেন অশোক লাহিড়ী তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে গোটা দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে। ফল ঘোষণার আগে বুধবার সকালে দুই প্রার্থীর দীর্ঘক্ষনের এমন চায়ের আসর যেন সকলের কাছেই আলোচনার বিষয়বস্তু হয়ে দাড়িয়েছে এখন বালুরঘাটে। “নো কমেন্ট” বলে শেখর দাসগুপ্ত এদিন বিষয়টিকে উড়িয়ে দেবার চেষ্টা করলেও এই ঘটনাকে নেহাতই সৌজন্য সাক্ষাৎকার বলেই জানিয়েছেন বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী । 

 হোলির দিন দলের নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে বেড়িয়ে বিজেপি প্রার্থী অশোক লাহেড়ীকে তার গাড়িতেই আবীরের টিপ দিতে ছুটে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী শেখর দাসগুপ্ত । যদিও সেই সময় গাড়ির মধ্যে বসেই জোড় হাত করে ওই আবীরের টিপ না নিতে দেখা যায় বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী কে। গাড়ির ভেতর থেকে নমস্কার করেই বিষয়টিকে এড়িয়ে যান তিনি। যে ঘটনাকে ভোট বাজারে রীতিমতো প্রচারের হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস । বহিরাগত বলেই সৌজন্যবোধও নেই, এমনটা লিখে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জোর প্রচার চালায় তৃণমূল কংগ্রেস। যে ঘটনা নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েন বিজেপির নেতা কর্মীরা। ভোট প্রচারে বেড়িয়ে সৌজন্যবোধের সেই প্রশ্নের মুখেও শহরে পড়তে হয়েছিল বিজেপি নেতৃত্বদের।  ভোট মিটতে সেই অভিযোগ মুছে ফেলতেই কি এদিন সাক্ষাৎ করেন বিজেপি প্রার্থী?  যে প্রশ্ন নিয়েই জোর গুঞ্জন শুরু হয়েছে গোটা বালুরঘাট শহরজুড়ে। 

যদিও এমন ঘটনা নিয়ে কোন কিছুই বলতে চাননি তৃণমূল প্রার্থী শেখর দাসগুপ্ত । এদিন এমন বিষয় নিয়ে টেলিফোন করা হলে তিনি বলেন ‘নো কমেন্ট’। 

যদিও বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী জানিয়েছেন, এদিনের সাক্ষাৎকার নিছকই একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। এরমধ্যে কোন রাজনীতির বিষয় নেই। অত্যন্ত একজন ভালো মানুষ ও শহরের একজন ভালো আইনজীবী হিসাবেই তার বাড়িতে গিয়ে চায়ের আড্ডা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here