মাক্স পড়ুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন,করোনা বিধি মেনে চলুন,করোনা বিধি না মানলে প্রয়োজনে গ্রেপ্তার করা হবে” বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা মূলক রেলিতে এমনটাই প্রচার করা হলো সাধারণ মানুষের মধ্যে।

0
907

শীতল চক্রবর্তী , গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর,২৮এপ্রিল; “মাক্স পড়ুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন,করোনা বিধি মেনে চলুন,করোনা বিধি না মানলে প্রয়োজনে গ্রেপ্তার করা হবে” বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা মূলক রেলিতে এমনটাই প্রচার করা হলো সাধারণ মানুষের মধ্যে।বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ কর্মীরা রেলি করে মাইকিং এর মাধ্যমে করোনা সংক্রমণ বিধি নিষেধ নিয়ে প্রচার চালায়।যে প্রচারে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু ,ট্রাফিক ওসি মনোরঞ্জন মুরারী সহ বেশ কিছু পুলিশ কর্মী ও সিভিল ভলেন্টিয়ার অংশগ্রহণ করেন।


দেশে করোনা সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে।দ্বিতীয় বারের এই করোনা সংক্রমনের ঢেও প্রাণ কেড়ে নিয়ে চলেছে বহু মানুষের বলে খবর।বিগত দিনেও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ একাধিক বার করোনা বিধি নিষেধ নিয়ে মানুষকে সচেতন করেছেন।গত ২৬এপ্রিল রাজ্যে সপ্তম দফা নির্বাচন শেষ হতেই বুধবার গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে রেলি করে মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হয়।গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু মাইকিং হাতে নিয়ে তিনি বলেন,মাক্স পড়ুন,সামাজিক দুরত্ব বজায় রাখুন,করোনা বিধি মেনে চলুন,করোনা বিধি না মানলে প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।(বাইট গঙ্গারামপুর থানার আইসি)।
এদিনের সচেতন মূলক রেলিটি গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্ত ঘরে।যে রেলীতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু,পুলিশ কর্মী আজিজা খাতুন,প্রদীপ বর্মন,ট্রাফিক ওসি মনোরঞ্জন মুরারী সহ আরো অন্যান্য পুলিশ কর্মী।
এমন মাইকিং এ কিছুটা হলেও সাধারণ মানুষ আরো বেশি করে সচেতন হবে বলে মনে করছেন বুদ্ধি জীবি মানুষেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here