প্রশাসনের ভোট ব্যস্ততায় অবৈধ ভাবে পুকুর ভরাট বালুরঘাটের চক্ভৃগুতে, প্রশ্ন চিহ্নে পুরসভার ভুমিকা

0
385

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩০ এপ্রিল–––  ভোট নিয়ে ব্যস্ত প্রশাসন, পুরসভার নাকের ডগায় অবৈধ ভাবে পুকুর ভরাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার চক্ভৃগুর ১৫ নম্বর ওয়ার্ডের গ্রন্থাগার পাড়া এলাকার ঘটনা । অভিযোগ এলাকার বাসিন্দা অরুণ রায়ের পুকুর ভরাট করা হচ্ছিল অবৈধভাবে বেশকিছু দিন ধরে । বিষয়টি নিয়ে প্রতিবেশীরা অভিযোগ করেও কোন ফল পায়নি বলেও অভিযোগ বাসিন্দাদের। পুকুর বন্ধ হলে বর্ষার সময় নিকাশি ব্যবস্থা নিয়ে চরম সমস্যায় পড়বেন বলেও জানিয়েছেন  বাসিন্দারা । অবিলম্বে ওই পুকুর ভরাট বন্ধ করার দাবী জানিয়েছেন সকলে। একইসাথে পুর প্রশাসন কোথায় সেই প্রশ্নও তুলেছেন স্থানীয়রা।


প্রতিবেশী বাবু সরকার জানিয়েছেন, ওই পুকুরের উপর নির্ভরশীল এলাকার নিকাশি ব্যবস্থা । এলাকায় আগুন লাগলে জলের অভাবে দমকল কাজ করতে পারবে না । এমন সব বিষয় মাথায় রেখেই ওই পুকুর ভরাট বন্ধের দাবী জানিয়েছেন তিনি । 


পুকুর মালিক অবশ্য এনিয়ে তেমন কিছু উত্তর দিতে পারেননি।


বালুরঘাট পৌরসভার বর্তমান চেয়ারম্যান হরিপদ সাহা জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে গুরুত্ব সহকারে দেখবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here