কোচবিহার :-তৃনমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কিশনগঞ্জ বাজার । গুরুতর আহত বিজেপি নেতা মিনাল দেবনাথ দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন ।আগুন ধরিয়ে দেওয়া হয় মোটর বাইক ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দিনহাটা থানার পুলিশ ।বিজেপি অভিযোগ, এদিন হটাত কিসনগঞ্জ বাজারে বিজেপি নেতা মিনাল দেবনাথ কে তৃনমূল হটাত আটকে বেধরক মারধর করে । যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে। তৃনমূল কংগ্রেস ।
Home বাংলা উত্তর বাংলা তৃনমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কিশনগঞ্জ বাজার ।