পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ আগষ্ট— নিখোঁজ বৃদ্ধের মুণ্ডহীন পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ বৃহস্পতিবার সকালে বালুরঘাট থানার ডাঙা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর মধুবন এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত বৃদ্ধের নাম জ্যোতির্ময় মন্ডল (৬২)। রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় এলাকার বাসিন্দা সে। গত সাত দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন তিনি।
জানাগেছে, পেশায় হোমিওপ্যাথির চিকিৎসক ছিলেন ওই বৃদ্ধ। বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি বলে দাবি তার পরিবারের। বৃহস্পতিবার সকালে এলাকায় পচা দুর্গন্ধ ছড়াতেই বিষয়টি নজরে আসে স্থানীয়দের। খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বালুরঘাট জেলা হাসপাতালে।
মৃতের আত্মীয় রতন মন্ডল এবং মৃতের ভাই তপন মন্ডল জানিয়েছেন, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পুলিশেও অভিযোগ করা হয়েছিল। এদিন পচা দুর্গন্ধ অবস্থায় একটি দেহ উদ্ধার হয়েছে। যেটা প্রাথমিক ভাবে তার দেহই মনে হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে পুলিশ তদন্ত করলেই সামনে আসবে।