৪৮ ঘন্টার মধ্যেই রেলস্টেশন সংলগ্ন এলাকায় মহিলা খুনের কুলকিনারা বালুরঘাট থানার পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্ত

0
762

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২১ আগস্ট –––  বালুরঘাট রেল স্টেশন এলাকায় এক গৃহবধূ খুনের ৪৮ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতের নাম নিবারন বর্মন ।  বালুরঘাট থানার  শালগ্রাম এলাকার বাসিন্দা হলেও মামার বাড়ি তিওড়েই থাকতো সে। শনিবার ধৃতকে পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে  বালুরঘাট জেলা আদালতে পেশ করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এই বিষয়ে তেমন  কিছু বলতে  চায়নি  বালুরঘাট থানার পুলিশ ।

উল্লেখ্য, বুধবার সকালে বালুরঘাট রেল স্টেশন থেকে সামান্য দুরে  বোয়ালদারের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা তথা গৃহবধূ পাতা বর্মন খুন হন ।  ৩৮ বছর বয়সী ওই মহিলার ফোন কলের সুত্র ধরে তদন্তে নেমে বালুরঘাট থানার পুলিশ অভিযুক্তকে সনাক্ত করে । শুক্রবার রাতে বালুরঘাটের চিঙ্গিশপুরের আলিপুর গ্রামে মেসোর বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় নিবারন বর্মনকে গ্রেফতার করে পুলিশ ।সুত্রের খবর, নিবারনের সাথে পুর্ব পরিচয় ছিল পাতা বর্মনের । বিষয়টি তার পরিবারের লোকজনও জেনে গিয়েছিল ইতিমধ্যে।  সম্প্রতি ওই মহিলা আরো একজনের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল বলে সুত্রের খবর । যে কথা নিবারন বর্মন জানতে পেরেই মঙ্গলবার বিকেলে ওই মহিলাকে বালুরঘাট রেল স্টেশন এলাকায় দেখা করতে বলে ।

  সন্ধ্যার পর ওই মহিলা তার সাথে দেখা করতে আসলে দুজনের মধ্যে দ্বিতীয় সম্পর্ক নিয়ে শুরু হয় বাদানুবাদ। পুলিশের প্রাথমিক তদন্তে  অনুমান এরপরেই উত্তেজিত হয়ে নিবারন বর্মন তাকে খুন করে এবং রেল লাইনের কালভার্টের তলায় ফেলে রেখে পালিয়ে যায়।  বুধবার ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ঘটনার  তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ ।

পুলিশ জানিয়েছে, আদালতের মাধ্যমে পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে ঘটনার  তদন্ত শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here