চিকিৎসক নেই রামপাড়া চাঁচড়া স্বাস্থ্যকেন্দ্রে, বিডিও ও স্বাস্থ্য কেন্দ্রের ডেপুটেশন দিল এলাকাবাসী

0
573

শীতল চক্রবর্তী তপন 26 আগস্ট দক্ষিণ দিনাজপুর:-তপনের রামপাড়া চাঁচড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগের মাধ্যমে চিকিৎসা পরিষেবা সম্পূর্ণরূপে সচল করার দাবিতে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আধিকারিক এবং বিডিওর দ্বারস্থ রামপাড়া চেঁচড়া গ্রামবাসীরা।বৃহস্পতিবার বিকেলে আবেদনপত্র নিয়ে তপন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাসুদ করিম শেখের কাছে জমা দেন তাঁরা। পাশাপাশি তপন ব্লক স্বাস্থ্য অধিকারিকের কাছেও আবেদনপত্র জমা দিতে গেলে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক অনুপস্থিত থাকায় দায়িত্বে থাকা আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়।


গ্রামবাসীদের অভিযোগ তপন ব্লকের ১ নম্বর রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের রামপাড়া চেঁচড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আগে চিকিৎসক ছিলেন। নিয়মিত চিকিৎসা পরিষেবা পেতে আশেপাশের বহু গ্রামের মানুষ আসতেন ওই কেন্দ্রে।


অভিযোগ, বেশকিছুদিন যাবৎ চিকিৎসক না থাকায় হাসপাতালে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীরা।
তাই অবিলম্বে চিকিৎসক নিয়োগের মাধ্যমে চিকিৎসা পরিষেবা সম্পূর্ণরূপে সচল করার দাবিতে এদিন তপন ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং বিডিও-র দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি একই দাবিতে এর আগে জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকের দ্বারস্থও হয়েছেন তাঁরা।


যেখানে উপস্থিত ছিলেন অলোক কুমার দাস, জয় প্রকাশ ঘোষাল, আসারু মিঞা, মতিউর রহমান, বিনয় দেবনাথ, নজিবুর মিঞা, ইয়াকুব আলী, ভুবোন চন্দ্র দেবনাথ সহ আরও অনেকেই।


গ্রামবাসীদের অভিযোগ সমস্যা সমাধানের জন্য বহু জায়গায় জানানো হয়েছে, কাজের কাজ কিছু না হয় এমন আন্দোলনে নামা হয়েছে।


ব্লকের বিডিও মাসুদ করিম শেখ জানিয়েছেন, বিষয়টি শুনেছি দাবি পত্র পেলাম সমাধান করার চেষ্টা করা হবে।


জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, দাবি পত্র জানিয়েছে শুনেছি সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here