কোচবিহার:- অসম – বাংলা সীমান্তে নাকা তল্লাশি চালানোর সময় ১২ টি গরু উদ্ধার করলো “অসম” এর ছাগলিয়া থানার পুলিশ। পাচারের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, রবিবার রাত দশটা নাগাদ কোচবিহার জেলার “অসম-বাংলা” সীমানার ছাগলিয়া থানা এলাকায় বাংলা থেকে অসম রাজ্যে প্রবেশের আগেই নাকা তল্লাশি চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে 12 টি গরু সহ পাচারকারী সন্দেহে চারজন কে আটক করেছে পুলিশ।
ছাগলিয়া থানার আইসি প্রশান্ত দাস জানিয়েছে, পিকআপভ্যানের চালক এর কাছে কোন বৈধ কাগজপত্র ছিলনা। চোরাই সন্দেহে গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। সোমবার তাদের ধুবরি জেলা আদালতে নিয়ে যাওয়া হবে। পুলিশের পক্ষ থেকে আরো জানিয়েছে, পুলিশের চোখকে ফাঁকি দিতে গরু গুলির উপর দিয়ে আলুর বস্তা বোঝাই করে রাখা হয়েছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় গরু গুলি “বাংলা থেকে অসমে” পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে এর পিছনে কোন বড় চক্র কাজ করছে কিনা ,তাও খতিয়ে দেখছে পুলিশ । তবে ১৭ নং জাতীয় সড়কে বেঙ্গল পুলিশের কড়া পাহারা থাকা সত্ত্বেও বাংলা থেকে এতগুলো গরু কী , করে অসমে প্রবেশ করলো তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে।