বুনিয়াদপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আম্বই, কড়খা, গৌরীপাড়া জনসাধারণ ন্যায় মঞ্চ

0
472

বুনিয়াদপুরে শায়েস্তাবাদে রেশন দোকানের সানসেট ভেঙে পড়ে আদিবাসী সহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় ব্যবস্থা না হওয়ায় বুনিয়াদপুরে পথ অবরোধ করে বিক্ষোভের বাসিন্দারা।

শীতল চক্রবর্তী ,বুনিয়াদপুর, 13 সেপ্টেম্বর, দক্ষিণ দিনাজপুর :-শায়েস্তাবাদ রেশন বণ্টনের সময় সামসেট ভেঙে দুর্ঘটনাগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আম্বই, কড়খা, গৌরীপাড়া জনসাধারণ ন্যায় মঞ্চ আদিবাসী এলাকাবাসীরা।    সোমবার দুপুর দুটো নাগাদ এই মিছিলে শামিল হয় আদিবাসী সম্প্রদায়ের লোকজনেরা । জানা গিয়েছে এদিন তারা এই বিক্ষোভ মিছিলে শামিল হয়েছিল কারণ হিসেবে জানান, থেকে প্রায় 5 দিন আগে বংশীহারী এলাকার শায়েস্তাবাদ রেশন ডিলারের কাছে সাপ্তাহিক রেশন তুলতে যায় ওই এলাকা সহ পাশের এলাকার বাসিন্দারা। তখন রেশন ডিলার রাজু আহম্মেদ এর বাড়ির সামসেট ভেঙে আটজন আদিবাসী সহ এলাকাবাসীরা গুরুতর আহত হয় । তাদের কে রশিদপুর হসপিটালে ভর্তি করা হয় পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। একজনকে মালদা তে ভর্তি করা হয়।পুরো বিষয়টি তদন্ত শুরু করেছিল পুলিশ। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল বিষয়টি দেখা হবে।     কিন্তু আজ ৫ দিন কেটে গেলোও ওই রেশন ডিলার ও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া তারা চায় তাদের জন্য আলাদা রেশন এর ব্যাবস্থা করা হক ।তাই তারা আজ এই বিক্ষোভ মিছিলে শামিল হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকরীরা।আদিবাসী নেতা মঙ্গল হাসদা এমন আন্দোলনে সামিল হয়ে জানান,আদিবাসীদের সঙ্গে এমন বঞ্চনা সেটা মেনে নেব না ।তাই এমন আন্দোলনে নামা হয়েছে ।পরে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দিবে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আদিবাসীরা।আদিবাসীদের এমন আন্দোলনে বালুরঘাট মালদা রাজ্য সড়ক ব্যাপক যানজট সৃষ্টি হয়। পুলিশ যা নিয়ন্ত্রনে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here