ভ্যাক্সিন ক্যাম্পের ভিতর দলীয় নেতার উপস্থিতির জন্য দল থেকে শোকজের এক তৃনমূল নেতা।

0
401

শিলিগুড়ি:-ভ্যাক্সিন ক্যাম্পের ভিতর দলীয় নেতার উপস্থিতির জন্য দল থেকে শোকজের এক তৃনমূল নেতা।টিকা নিয়ে রাজনীতি করার অভিযোগে উঠে আসছিল অনেকদিন থেকেই।তৃনমূল নেতা দাঁড়িয়ে থেকে শিলিগুড়ির তরুন তীর্থ ক্লাবে টীকা দিচ্ছেন।খবর পেয়ে বিধায়ক সেখানে গেলে তাকে হেনেস্থা করা হয় বলে অভিযোগ করেন।বিধায়ক শঙ্কর ঘোষ বলেন,এক তৃনমূল নেতার উপস্থিতিতে তৃনমূল সমর্থকদের টিকা দেওয়া হচ্ছে এই অভিযোগ পাওয়ার পরই আমি সেখানে গেলে।তৃনমূলের ওই নেতার নেতৃত্বে তাকে হেনেস্থা করা হয়।সেই অভিযোগে বিজেপির কর্মী ও সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন তিনি।এই ঘটনায় অভিযুক্ত তৃনমূল নেতাকে শোকজ করে চিঠি দেয় দল।

অভিযুক্ত তৃনমূল নেতা বিকাশ সরকার বলেন দলের অভন্তরিন বিষয়।আমি যা বলার দলকে বলবো।তৃনমুলের বর্ষিয়ান নেতা তথা দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী বলেন,দলের কোনো ক্ষতি হয়েছে কিনা,দলের ক্ষতি করে কোন নেতা বা কর্মীরা কোন কাজ করে না সম্ভবত,কিন্তু কি পরিস্থিতি ওখানে ঘটেছিল সেটা জানার জন্যই তাকে চিঠি দেওয়া হয়েছে।বিধায়ক শঙ্কর ঘোষ বলেন শিলিগুড়ি মানুষ বিচার করবে ভ্যাক্সিন ক্যাম্পে রাজনীতি করাটা ঠিক কি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here