বেহাল রাস্তায় ঢোকে না গাড়ি, রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন প্রসুতি! প্রতিবাদে বুনিয়াদপুরে পাকা রাস্তার দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের

0
959

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৬ সেপ্টেম্বর––– বেহাল গ্রামের কাঁচা রাস্তা দিয়ে প্রসূতিকে নিয়ে যেতে বিপত্তি । খোলা আকাশের নীচে সন্তান প্রসব মহিলার। ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। রাস্তা পাকা করার দাবীতে আন্দোলনে একজোট হলেন গ্রামের মহিলারা । চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের লছুয়াপাড়া এলাকার। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান জয়েন্ট বিডিও ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি । যাদের আশ্বাসেই দীর্ঘক্ষণ পরে অবরোধ তুলে নেন বাসিন্দারা ।

জানাগেছে, গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের বাজিহরিপুর হয়ে লছুয়াপাড়া মোড় ভায়া শান্তিপুর পর্যন্ত  প্রায় ৬ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই কাঁচা, বেহাল অবস্থায় পড়ে রয়েছে । ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রায় প্রতিদিনই চরম দুর্ভোগে পড়েন।  গাড়ি তো দুরের কথা রাস্তায় সাইকেল নিয়ে চলাও দুর্বিষহ ব্যাপার। আর যে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় চরম দুর্ভোগে পড়েন সম্প্রতি এক প্রসূতি মহিলা। যাকে হাসপাতালে নিয়ে যাবার সময় রাস্তাতেই সন্তান প্রসব করেন তিনি । এমন  ঘটনার প্রতিবাদে এদিন একত্রিত হন এলাকার মহিলারা। রাস্তার দাবিতে পথ অবরোধ  করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা । 

বিপ্লব রায়, মার্টিনা মুর্মুরা জানিয়েছেন, কাঁচা রাস্তার কারণে প্রচন্ড অসুবিধায় পড়তে হয় গ্রামের বাসিন্দাদের । গ্রামের রাস্তা পাকা করার দাবীতে তাঁরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন । যদিও জয়েন্ট বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন । আগামীতে রাস্তা পাকা না হলে পুনরায় আন্দোলনে নামবেন গ্রামের বাসিন্দারা ।  

বংশীহারী ব্লকের সহ সভাপতি গনেশ প্রসাদ বলেন, এদিন ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে গিয়েছেন। রাস্তা তৈরির দ্রুত আশ্বাস দিয়ে স্বাভাবিক করা হয়েছে পরিস্থিতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here