রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দ্রুত পৌরসভা নির্বাচনের দাবীতে বালুরঘাটে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি

0
360

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৫ অক্টোবর––– রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দ্রুত পৌরসভা নির্বাচনের দাবিতে  সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বর্তমানে রাজ্য সরকার দুটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করছেও বলে অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি। শুধু তাই নয়, মেরামতির অভাবেই দুর্বল বাঁধ ভেঙে গিয়ে রাজ্যে বন্যার সৃষ্টি হয়েছে বলেও দাবী করেছেন সুকান্তবাবু। বিজেপির রাজ্য সভাপতি পদে বসার পর মঙ্গলবারই প্রথম নিজের জেলা দক্ষিণ দিনাজপুরের মাটিতে পা রাখেন সুকান্ত মজুমদার । তাঁর অভিযোগ,  কেন্দ্রীয় সরকার ৬০% টাকা পাঠালেও সেই টাকা সঠিকভাবে ব্যবহার করা হয় না এই রাজ্যে । যার ফলেই বেহাল পরিষেবার উন্নতি হয় না । এদিন বুনিয়াদপুরে নবনিযুক্ত বিজেপি রাজ্য সভাপতি ড: সুকান্ত মজুমদারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন দলীয় কর্মী সমর্থকরা । সংবর্ধনা সভায় উপস্থিত হয়েই বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে  তোপ দাগেন তিনি । তাঁর কথায় দুইটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির করা হচ্ছে । পশ্চিমবঙ্গের বেকার যুবকদের দাদন খাটতে ভিন রাজ্যে যেতে হচ্ছে । এদিন বালুরঘাটেও সংবর্ধনা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে । যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয় কুমার বর্মন সহ অনান্য জেলা বিজেপি নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল একবার পুরভোট করেই জানতে পেরেছে তারা আর জিততে পারবে না। আর সে কারনেই তারা ভয়ে ভোট করতে চাইছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here