জলপাইগুড়ি:- প্রায় ৯ ফিট একটি অজগর সাপ উদ্ধার হল জলপাইগুড়িতে। বুধবার সদর ব্লকের ডডালিয়া চর থেকে অসুস্থ এই অজগরটি উদ্ধার করেন জলপাইগুড়ি ওআইল্ড লিফের সম্পাদক দেবার্ঘ্য রক্ষিত। দেবার্ঘ্য বাবু বলেন, আমাদের কাছে এই এলাকা থেকে একটি ফোন এসেছিল, এরকম একটি অজগর সাপ জালে জড়িয়ে রয়েছে। আমরা দ্রুত ওই স্থানে পৌঁছাই এবং জাল কেটে সাপটিকে উদ্ধার করি। এটিকে গরুমারা বন্যপ্রাণ বিভাগের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি। সামান্য অসুস্থ রয়েছে সাপটি। পাশাপাশি যেকোনো ধরনের সাপ দেখতে পেলে, সেটিকে না মেরে আমাদের খবর দিলে আমরাই উদ্ধার করে নিয়ে যাব বলে জানান দেবার্ঘ্য বাবু।