শিলিগুড়ি:-আত্মনির্ভর ভারত গড়তে সিকিমের প্রতি কেন্দ্র সরকার বিশেষ দৃষ্টি দেবে।দেশের অন্যান্য অংশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতে কৃষির উন্নয়নে কেন্দ্র সরকার জোর দিয়েছে।আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে একথা বলেন কেন্দ্রীয় কৃষি দপ্তরের প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী।এদিন সকালের বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামেন।সিকিম সফরে যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলে বিজেপির কিষান মোর্চার পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।উপস্থিত ছিলেন রাজ্য কিষান মোর্চার সাধারণ সম্পাদক অরুন মন্ডল।সাংসদ জয়ন্ত রায়।কিষাণ মোর্চার জলপাইগুড়ি জেলার সভাপতি নকুল দাস দার্জিলিং জেলার সাধারণ সম্পাদক মানিক সিংহ সহ অন্যান্যরা।এদিন বিমানবন্দরে তাকে চিরাচরিত আদিবাসী নৃত্যের তালে স্বাগত জানানো হয়।সেই সঙ্গে থাকুন পুষ্পস্তবক,কিষাণ টুপির পাশাপাশি তার হাতে আনারস তুলে দেন মোর্চার কর্মীরা।এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান জৈব কৃষি ক্ষেত্রে সিকিম দেশের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছে।তাকে আরও উৎসাহ দেওয়া কেন্দ্রের দায়িত্ব।তবে উত্তরপ্রদেশের লখিম পুরে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সে রাজ্যের পুলিশ যে ভূমিকা পালন করেছেন সেই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে বলেন বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কৃষি আইনের বিরোধিতা করছে তবে অধিকাংশ কৃষকরাই কেন্দ্রের কৃষি আইন কে সমর্থন করেছেন বলে দাবি করেন তিনি।
Home বাংলা উত্তর বাংলা আত্মনির্ভর ভারত গড়তে সিকিমের প্রতি কেন্দ্র সরকার বিশেষ দৃষ্টি দেবে।দেশের অন্যান্য অংশের...