পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৮ অক্টোবর—বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতির হাত ধরে বালুরঘাটে উদ্বোধন হল নিউটাউন পল্লী পাঠাগারের দুর্গাপুজা। শুক্রবার পায়রা ও বেলুন উড়িয়ে ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন সাংসদ সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু ও। ৬৪ বছরের পদাপর্নে সাবেকিয়ানা দুর্গা প্রতিমা ফুটে উঠেছে ওই পুজা মন্ডপে। প্রতিমার সাথে সামঞ্জস্য রেখে চলছে পান্ডেলের কাজও। কোভিড বিধিকে গুরুত্ব দিয়ে ক্লাব প্রাঙ্গনে বসছে যান্ত্রিক হাতি। যার মাধ্যমে পুজো মন্ডপে যাওয়া প্রত্যেক দর্শনার্থী কে স্যানিটাইজিং করবে ক্লাব কতৃপক্ষ।
Home বাংলা উত্তর বাংলা সাংসদ সুকান্তর হাত ধরে বালুরঘাটে উদ্বোধন নিউটাউন পল্লী পাঠাগারের পুজো। দর্শনার্থীদের স্যানিটাইজিং...