দুর্গাপূজা উৎসব এর মুখে মানুষজনকে সচেতন করতে দুর্গা সাজিয়ে মাক্স বিলি করল থানার আইসি, সাধুবাদ জানিয়েছেন সকলে

0
457

শীতল চক্রবর্তী বুনিয়াদপূর 8অক্টোবর দক্ষিণ দিনাজপুর:-মা দুর্গার হাত দিয়ে জনসাধারণের মধ্যে মাস্ক বিলি করে এক অভিনব উদ্যোগ নিল পুলিশ । দক্ষিণ দিনাজপুর জেলা বংশীহারী থানার পুলিশ প্রশাসনের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়। থানার আইসি জানিয়েছেন, মানুষজন মানুষজন উৎসবে জানো ম্যাক্স ব্যবহার করে আনন্দ উপভোগ করে তার জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।     

শুক্রবার বেলা ১১ টা নাগাদ বুনিয়াদপুর বাসষ্ট্যান্ড এলাকায় দেখা গেল মা দুর্গাকে ত্রিশূল হাতে ।মাস্ক ছাড়া যে সমস্ত লোকজনেরা ঘোরাফেরা করছে তাদেরকে মা দুর্গা এদিন ত্রিশূল দিয়ে বোধ করছে এবং তাদেরকে মাস্ক পরিয়ে দিচ্ছে । এদিন বংশীহারী থানার আইসির উদ্যোগে মা দুর্গার সাজিয়ে এমন উদ্যোগ নেওয়া হয়।   পুজোর আর কদিন বাকি তার আগে বংশীহারী  থানা পুলিশের উদ্যোগে সকল মানুষজনকে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয় । যাতে করে পুজোর সময় সকলে মাস্ক পরে পূজো মন্ডপ পরিদর্শন করে এবং সকলেই সুস্থ থাকে।     

 এবিষয়ে বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, আয়োজনে মূল বিষয় ছিল, করোনা নিয়ে মানুষজনদের সচেতন করা পূজার আর কদিন বাকি তার আগে মা দুর্গা মর্তে নেমে এসেছেন। দুর্গা পুজোর আগেই শুধুমাত্র মানুষজনকে সচেতন করতে । মাক্স পড়ুন নিজেকে করোনা মুক্ত রাখুন ।সুস্থ থাকুন সঙ্গে যারা থাকবে সকলকে  করোনা মুক্ত রাখুন। এইসব সচেতনামূলক বার্তা নিয়ে এই পঅনুষ্টানের আয়োজন করা।  

  বংশীহারী থানার এমন উদ্যোগে খুশি হয়েছে শহরবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here