পুজো মন্ডপ পরিদর্শন করে বালুরঘাটে কোভিড সচেতনতার বার্তা জেলা পুলিশ সুপারের, তুলে দেওয়া হল ৫০ হাজার টাকার চেকও

0
411

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৮ অক্টোবর— পুজো মন্ডপ পরিদর্শন করে কোভিড সচেতনতার বার্তা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুজোর আগেই দুর্গাপূজা কমিটিগুলিকে আর্থিক সাহায্য তুলে দেন পুলিশ সুপার রাহুল দে। শুক্রবার সকাল থেকে বালুরঘাট শহরের একাধিক পুজো মন্ডপ ঘুরে দেখেন তিনি। খতিয়ে দেখেন কোভিড বিধি সংক্রান্ত নিয়মকানুনও। এদিন জেলা পুলিশ সুপার রাহুল দে নিজে  শহরের থানা আবাসন দুর্গাপূজা কমিটি, চকভৃগু প্রগতি সংঘ, ত্রিধারা ক্লাব, বালুরঘাট উত্তমাশা পল্লী ক্লাব সহ একাধিক দুর্গাপূজা কমিটির হাতে তুলে দিয়েছেন ৫০ হাজার টাকার চেক। শহরের বিভিন্ন এলাকায় এদিন এই পরিদর্শনে জেলা পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম ও বালুরঘাট থানার আইসি অসীম গোপ। এদিন পূজা কমিটির সদস্য-সদস্যাদের সাথে কোভিড বিধি পালনের বিষয়ে আলোচনাও সেরেছেন জেলা পুলিশ সুপার। 


     চলতি বছরে ২৮ বর্ষে পদার্পণ করা বালুরঘাট থানা আবাসন মহিলা দুর্গাপূজা কমিটির সম্পাদিকা প্রান্তিকা চ্যাটার্জি পুজো কমিটিগুলিকে এধরণের সহায়তা নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। কোভিড বিধি মেনেই তাদের পুজো অনুষ্ঠান চলবে বলেও জানিয়েছেন তিনি।  

    দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে বলেন, গত বছর যে নিয়মগুলি হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল এবারেও সেই নিয়ম বহাল থাকছে পুজো মন্ডপ গুলিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here