নার্সিংহোমে চিকিৎসাধীন শিশু রোগির, মায়ের সাথে শ্লীলতাহানির অভিযোগ নার্সিংহোমেরই কর্মীর বিরুদ্ধে।

0
528

রায়গঞ্জ:-নার্সিংহোমে চিকিৎসাধীন শিশু রোগির, মায়ের সাথে শ্লীলতাহানির অভিযোগ নার্সিংহোমেরই কর্মীর বিরুদ্ধে। ঘটনার বিষয়ে অভিযোগ জানাতে এলে নার্সিংহোম কর্তৃপক্ষের দুর্ব্যবহারের শিকার পরিজনেরা। দশমীর রাতে এমনই অভিযোগে তীব্র উত্তেজনা রায়গঞ্জে। যদিও নার্সিংহোমের বিল মেটানোর সময়ে এই ধরনের ঘটনা ঘটে থাকে বলে পালটা দাবী নার্সিংহোম কর্তৃপক্ষের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। অচেনা ওই নার্সিংহোম কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের।

রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই গৃহবধুর পরিবারের দাবী, কিছুদিন আগে তার ছোট্ট শিশু সন্তানকে রায়গঞ্জ মেডিকেলের পাশেই একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। শিশুর সাথে স্বভাবতই তার মাও ছিলেন। বৃহস্পতিবার রাতে নার্সিংহোমেরই এক কর্মচারী আচমকা ঘরে ঢুকে ওই গৃহবধূর সাথে অশালীন আচরণ এবং শরীরের নানা জায়গায় স্পর্শ করে বলে অভিযোগ। ওই গৃহবধূ চিৎকার করতেই ওই কর্মচারী পালিয়ে যায় বলে দাবী। ফোনে সবটা জানার পর শুক্রবার দফায় দফায় কর্তৃপক্ষের কাছে সুরাহা চাইতে এলেও বিফল হয়েই ওই রাতে নার্সিংহোমের সামনে জড়ো হয়ে ক্ষোভ উগড়ে দেন মহিলার পরিজনেরা। অভিযুক্ত কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তার বিরুদ্ধে ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন রোগির পরিবারের লোকেরা।
খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয়। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের দাবী, বিল মেটানোর সময় কিছু রোগির পরিবারের লোকেরা এসব।মিথ্যে অভিযোগ করে থাকেন। এই ধরনের ঘটনা আখছার ঘটে। তবে পুলিশ তদন্ত করলেই সব স্পষ্ট হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here