নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই এক লোরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ডিভাইডার সহ এক পথ বাতিস্তম্ব। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পৌরসভার সামনে পীরতলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় মালদা থেকে সারবোঝাই লরিটি কালিয়াগঞ্জ এর দিকে যাচ্ছিল। যাবার সময় বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত পীরতলা এলাকায় 512 নামে জাতীয় সড়কে মঙ্গলবার ভোর বেলাতে ডিভাইডার সহ পথ বাতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়। 512 নম্বর জাতীয় সড়কে পীরতলা থেকে রাস্তার মাঝখান থেকে শুরু হয় ডিভাইডার ও পথ বাতিস্তম্ভ। পথচারীদের অভিযোগ ডিভাইডারের শুরুতে কোনরকম সিগনালিং ব্যবস্থা না থাকার কারণে নতুন ডিভাইডার বুঝতে পারছে না। যার জন্যই এই ক্ষতি হয়ে চলেছে বারবার। এক মাসের মধ্যে চারবার দুর্ঘটনা ঘটেছে পিরতলাই।
এ বিষয়ে স্থানীয় এক দোকানদার উজ্জল মহন্ত জানিয়েছেন একই মাসে চার চারটি দুর্ঘটনা ঘটেছে এখানে। আমরা সব সময় আতঙ্কে থাকি কখন কি হয়ে যায়। এর আগে অল্পের জন্য বেঁচে গেছি। আমরা চাই প্রশাসন এদের কোনো রকম ব্যবস্থা নিক।