ভুটান পাহাড়ের লাগাতার বৃষ্টি ও এলাকায় অনবরত বৃষ্টির ফলে ফুলেফেঁপে উঠেছে তোর্ষা নদী

0
257

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: ভুটান পাহাড়ের লাগাতার বৃষ্টি ও এলাকায় অনবরত বৃষ্টির ফলে ফুলেফেঁপে উঠেছে তোর্ষা নদী । ইতিমধ্যে তোর্ষা নদীর গ্ৰাসে ভুটান সীমান্ত জয়ঁগা বড় মেচিয়াবস্তি এলাকার বহু মানুষের কৃষিজমি, সুপারি বাগান, নদী গর্ভে বীলিন হয়েছে ক্রমাগত ভাঙ্গনে চিন্তিত এলাকার বাসিন্দারা । তোর্ষা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সকালে বড় মেচিয়াবস্তি ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেন জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণা পরিয়ার সহ স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ।অনেকের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার বাসিন্দারা জানান বাঁধ না থাকার দরুন ক্রমাগত ভাঙ্গনে এখন পর্যন্ত এলাকার বাসিন্দাদের অনেক কৃষি জমি, সুপারি বাগান নদী গর্ভে চলে গিয়েছে। অনেকের ঘড়বাড়ি পর্যন্ত নদী গর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here