মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল।এক দ্বাদশ শ্রেণীর পড়ুয়া।

0
484

শীতল চক্রবর্তী,হরিরামপুর ,25 নভেম্বর,দক্ষিণ দিনাজপুর:- মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল।এক দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার হরিরামপুর হাসপাতাল পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই পড়ুয়ার নাম, মনমোহন ঘোষ , বয়স কুড়ি বছর, পিতা মহাদেব ঘোষ। বাড়ি হরিরামপুর থানার ,হরিরামপুর হাসপাতাল পাড়া এলাকায়। মৃতের পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ছেলে মনমোহন ঘোষ। সোমবার দুপুরে তার শোবার ঘরে গলায় দড়ি লাগানো অবস্থায় ওই স্কুল পড়ুয়াকে ঝুলে থাকতে দেখতে পায় পরিবারের লোকজনেরা।

এমন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনেরা। কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা, পরিবারের লোক জনেরা এবং পাড়া প্রতিবেশিরা ওই স্কুল পড়ুয়াকে সেখান থেকে তড়িঘড়ি উদ্ধার করে হরিরামপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকায় এদিকে ঘটনার খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্কুল পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। । জানা যায় ওই স্কুল পড়ুয়া হরিরামপর এ এসডিএম হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

এদিকে বাবা কর্মের জন্য ভিন রাজ্যে যেতে বাধ্য হয়েছে। বাড়িতে একা রয়েছেন ওই স্কুল ছাত্রের তার মা ।তবে কি কারণে এমন মৃত্যু তা নিয়ে কিন্তু পরিবারের মধ্যে ধোঁয়াশা রয়েছে। এ বিষয়ে মৃতের মা জানিয়েছে , ছেলে হঠাৎ করে কি কারনে এমন ঘটনা ঘটানো আমরা তা কেউই জানিনা, ও পড়াশোনায় বেশ ভাল ছিল ও যে এইভাবে আমাদের ছেড়ে যাবে আমরা তো ভাবতে পারছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here