পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩১ অক্টোবর––– হাতে বন্দুক উঁচিয়ে এলাকায় দাদাগিরি চালানোর অভিযোগে এক নেশাগ্রস্থ যুবককে গনপ্রহার দিল স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের খিদিরপুর পালপাড়া এলাকার। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌছাতেই অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা ।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম নারায়ণ সরকার (৩০) । খিদিরপুর এলাকার বাসিন্দা সে। এদিন দুপুরে কিছুটা নেশাগ্রস্ত অবস্থায় বন্দুক উঁচিয়ে এলাকার বাসিন্দাদের ভয় দেখানোর চেষ্টা করছিল ওই অভিযুক্ত বলে অভিযোগ। যারপর বাসিন্দারা সকলে একত্রিত হয় গণ প্রহার দেয় ওই যুবককে। পুলিশ খবর পেয়ে এলাকায় পৌঁছে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেও উদ্ধার হয়নি ওই বন্দুকটি। ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।
শ্যামল হালদার নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বন্দুক নিয়ে যাকে তাকে ভয় দেখাচ্ছিল ওই যুবক । বাসিন্দারা তাকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে । তবে বন্দুকটি কোথায় ফেলেছে তা তাদের জানা নেই।