আই পি এলের আদলে জ্ঞানের যুদ্ধ বালুরঘাটে ! কুইজাস্ত্র -6 চুড়ান্ত পর্বে উত্তেজনার

0
97

আই পি এলের আদলে জ্ঞানের যুদ্ধ বালুরঘাটে ! কুইজাস্ত্র -6 চুড়ান্ত পর্বে উত্তেজনার ঝড়

বালুরঘাট, ২৯ ডিসেম্বর —– দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কুইজাস্ত্র-6 এক অভূতপূর্ব জ্ঞানযুদ্ধের সাক্ষী হয়ে থাকল। বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতা উত্তরের প্রতিভাবান কুইজারদের এক মহামিলনমেলায় পরিণত হয়।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক কুইজারের অংশগ্রহণে কুইজাস্ত্র-6 ছিল উত্তেজনা, উদ্দীপনা এবং বুদ্ধির এক অপরূপ উদযাপন। কুইজ মাস্টার দিব্যেন্দু তালুকদারের দক্ষ পরিচালনায় প্রতিযোগিতার প্রতিটি ধাপই রোমাঞ্চ ও চমকে ভরপুর ছিল। আইপিএলের ধাঁচে আয়োজিত এই কুইজের প্রতিটি রাউন্ড দর্শক ও প্রতিযোগীদের মুগ্ধ করে।

প্রতিযোগীদের উৎসাহ ও তীব্র প্রতিযোগিতার আবহায়নের মধ্য দিয়ে কুইজাস্ত্র-6 আরও একবার প্রমাণ করল যে জ্ঞানের প্রতি মানুষের আগ্রহ সীমাহীন। দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ অ্যাসোসিয়েশনের এই আয়োজন কুইজপ্রেমীদের হৃদয়ে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here