পিকনিক থেকে রণক্ষেত্র! সশস্ত্র আদিবাসীদের বিক্ষোভে অবরুদ্ধ জাতীয় সড়ক

0
232

পিকনিক থেকে রণক্ষেত্র! সশস্ত্র আদিবাসীদের বিক্ষোভে অবরুদ্ধ জাতীয় সড়ক। উত্তেজনা পতিরামের বাউল এলাকায়

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ ডিসেম্বর ——– পিকনিকের ঝগড়া গড়াল জাতীয় সড়ক অবরোধে! ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার বাউল এলাকা। রবিবারের এক পিকনিক পার্টি থেকে শুরু হওয়া বিবাদ সোমবার গড়াল তীব্র বিক্ষোভে। অভিযোগ, পিকনিক চলাকালীন বোল্লা গ্রাম পঞ্চায়েতের গোড়াহাড় এলাকায় স্থানীয় যুবকদের একটি দল আদিবাসী যুবকদের উপর চড়াও হয় এবং তাদের নির্মমভাবে মারধর করে। ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকে বালুরঘাট- গাজোল ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সশস্ত্র আদিবাসীরা।

জানা গেছে রবিবার পতিরাম থানার বোল্লা গ্রাম পঞ্চায়েতের গোড়াহাড় এলাকায় দুই গোষ্ঠীর পাশাপাশি পিকনিক চলছিল। যেখান থেকেই একদল মদ্যপ যুবক ওই আদিবাসী যুবকদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল বলে অভিযোগ। যা নিয়ে প্রতিবাদ করতেই আদিবাসী যুবকদের বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করে বাউল এলাকার যুবকেরা বলেও অভিযোগ। যদিও মারধরের অভিযোগ সম্পুর্ন অস্বীকার করা হয়েছে অভিযুক্তদের তরফে। ওইদিন যে ঘটনা নিয়ে গোড়াহার এলাকায় উত্তেজনা ছড়াতেই পতিরাম থানার পুলিশ এলাকায় পৌছে দুই যুবককে আটক করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এদিন সকাল থেকে যে ঘটনা নিয়েই রাস্তায় নামে সশস্ত্র আদিবাসীরা। তাদের দাবি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এদিন যে ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পতিরাম থানার ওসি সৎকার সাংবো। পুলিশের তরফে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেওয়া হলেও পরবর্তীতে ফের থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। তবে এখনও পর্যন্ত এনিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন পতিরাম থানার ওসি।

আক্রান্ত যুবক ভরত হাসদা বলেন, পিকনিক করার সময় তাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল বাউল এলাকার বেশকিছু যুবকেরা। যার প্রতিবাদ করতেই তাদের বেধড়ক মারধর করা হয়েছে।

এদিকে এনিয়ে এলাকায় উত্তেজনা এখনও প্রবল। আদিবাসী সংগঠনগুলির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অভিযুক্তরা গ্রেফতার না হলে তারা আরও বড় আন্দোলনের পথে নামবে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা চান দ্রুত শান্তি ফিরুক এলাকায়। পুলিশের তদন্ত প্রক্রিয়া শুরু হলেও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আদিবাসী ও স্থানীয় যুবকদের মধ্যে সম্পর্কের অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here