পরিষেবার নবযাত্রা, সাফাই থেকে বিপর্যয় মোকাবিলায় একগুচ্ছ যান চালু করল বালুরঘাট পৌরসভা
বালুরঘাট, ৭ জানুয়ারী —— নাগরিক পরিষেবা বাড়াতে আরও এক ধাপ এগোল বালুরঘাট পৌরসভা। মঙ্গলবার একগুচ্ছ নতুন গাড়ি পরিষেবার সূচনা করলেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। সাফাই কাজে গতি আনতে চালু হল ১০০টি হাতে টানা ট্রলি, ২৫টি ই-গার্বেজ ভ্যান এবং পূজার সামগ্রী সংগ্রহের জন্য ৫টি ই-ভ্যান। এছাড়া ৫টি ১০০০ গ্যালনের জলের ট্যাংকি এবং ভারী সামগ্রী তোলার জন্য একটি অত্যাধুনিক হাইড্রোলিক ক্রেনও উদ্বোধন করা হয়।
চেয়ারম্যান অশোক মিত্র জানান, “পুর নাগরিকদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই যানবাহনগুলি আনা হয়েছে। এগুলি সাফাই কর্মীদের কাজে যেমন সুবিধা দেবে, তেমনি বিপর্যয় মোকাবিলাতেও বড় ভূমিকা নেবে।”
ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে হাইড্রোলিক ক্রেনের ব্যবহার কার্যকর প্রমাণিত হবে বলে মত পৌর কর্তৃপক্ষের। এদিনের এই উদ্যোগে শহরবাসীর পরিষেবা আরও মসৃণ এবং দ্রুত হওয়ার আশ্বাস দিল বালুরঘাট পৌরসভা।