আত্রেয়ীর বুকে অবৈধ বালি খনন, পাঁচটি ট্রাক্টর আটক, উত্তেজনা পারপতিরাম
বালুরঘাট: আত্রেয়ী নদীর চরে বেআইনি বালি উত্তোলনের বিরুদ্ধে সোমবার তৎপর হল প্রশাসন। বালুরঘাটের বিএলআরও-র নেতৃত্বে অভিযান চালিয়ে পাঁচটি ট্রাক্টর আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পারপতিরাম হালদার পাড়ায়। অভিযান ঘিরে গ্রামবাসীদের তীব্র প্রতিক্রিয়ায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এই বেআইনি কার্যকলাপ নদীর পাড় ভেঙে দিচ্ছে, উর্বর কৃষিজমি ধ্বংস করছে, এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। বালি বহনকারী ট্র্যাক্টরের ধূলিধূসর রাস্তা, শব্দ দূষণ এবং দিনরাত চলাচল তাঁদের স্বাভাবিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এক বাসিন্দা কৈলাস সিং বলেন, ‘‘অনেক দিন ধরে আমরা এই সমস্যায় জর্জরিত। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই দাপিয়ে বেড়াচ্ছিল এই মাফিয়ারা। আজ সবাই মিলে প্রতিবাদ জানিয়েছি।’’
অভিযানের সময় উত্তেজিত গ্রামবাসীরা প্রশাসনের কর্মকাণ্ডের প্রশংসা করলেও নজরদারির অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, ‘‘অভিযান এক দিনের জন্য নয়। যত দিন না পুরোপুরি এই অবৈধ কার্যকলাপ বন্ধ হচ্ছে, তত দিন নজরদারি বজায় রাখতে হবে।’’
বিএলআরও-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘অবৈধ বালি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। নিয়মিত নজরদারি চালানো হবে, যাতে পুনরায় এই ধরনের কার্যকলাপ চালানো না যায়।’’
প্রশাসনের হস্তক্ষেপে আপাতত উত্তেজনা প্রশমিত হলেও, নদীর পাড় বাঁচানোর দাবি নিয়ে এখনও সরব স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, শুধু অভিযান নয়, এই সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা নিতে হবে।