মালদহে গুলির ঝনঝনানী মৃত এক আহত তৃণমুল অঞ্চল সভাপতি সহ এক

0
69

মালদহে গুলির ঝনঝনানী মৃত এক আহত তৃণমুল অঞ্চল সভাপতি সহ এক

১২ দিনের মাথায় আবার শুট আউট মালদায়।গুলিবিদ্ধ দুই মৃত এক গুলিবিদ্ধ কালিয়াচক ১ নম্বর ব্লকের নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ।ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্যদিকে
ঘটনায় আহত আরো এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখ।রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের নয়া বস্তি এলাকায়।
জানা গেছে,মৃতের নাম হাসু শেখ,গুলিবিদ্ধ বকুল শেখ তৃণমুলের অঞ্চল সভাপতি। এস আর উদ্দি শেখ তৃণমুল কর্মী।মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ।অভিযোগ ঠিক সেই সময় তৃণমূলেরই আরো এক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে।
উল্লেখ্য কালিয়াচক থানার শালেপুর গ্রাম।
২০১৬ সালে বকুল শেখ তৃণমূল কংগ্রেসের যোগদান করে।এরপরে জাকির শেখ ও তৃণমূলে যোগদান করেছিল। কিন্তু মাঝে দল পরিবর্তন করে কংগ্রেসে নাম লেখায় জাকির। ২০২৪ সালে নভেম্বর মাসে ফের জাকিরের তৃণমূলে প্রত্যাবর্তন।মূলত এলাকার কার দখলে থাকবে সেই নিয়ে জাকির এবং বকুলের দীর্ঘদিনের বিবাদ।২০১৬ সাল থেকে এই দুজনের মধ্যে বিবাদহাসু শেখ তৃণমূল কর্মী মারা গেছে। আহত অঞ্চল সভাপতি বকুল শেখ। ইসারুদ্দিন শেখ তৃণমূল কর্মী আহত।
প্রসঙ্গত জেলা তৃণমুলের প্রাক্তন সভাপতি দুলাল সরকার খুনের এখনো কিনারা হয় নি। এরই মধ্যে প্রকাশ্য দিবালোকে এই গুলির ঘটনা আতঙ্কে সাধারন মানুষ। উঠছে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here