তমালবৃক্ষকে কেন্দ্র করে গঙ্গারামপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের গম্ভীরতলা এলাকায় গড়ে উঠেছে বিরাট ধর্মীয়স্থান

0
53

তমালবৃক্ষকে কেন্দ্র করে গঙ্গারামপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের গম্ভীরতলা এলাকায় গড়ে উঠেছে বিরাট ধর্মীয়স্থান,শুরু হয়েছে প্রতি বছরের মতো এবছরও মহানাম যজ্ঞ অনুষ্ঠান।যা চলবে ২৭পৌষ থেকে ৩রা মাগ শুক্রবার পর্যন্ত, মানোবাসন পুরনে ভক্তরা প্রচুর পরিমাণে বাতাসা ভোগ নিবেদন করেন কীর্তনে, ভক্তদের ভিড় হল ব্যাপক

গঙ্গারামপুর ১৫ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।তমাল বৃক্ষকে কেন্দ্র করে এলাকায় গড়ে উঠছে বিরাট ধর্মীয়স্থান। প্রতি বছরের মত এবারও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১নম্বর ওয়ার্ডের কাদিঘাট গম্ভীরাতলা এলাকায় ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।যা ২৭পৌষ থেকে শুরু হয়েছে,অনুষ্ঠান চলবে আগামী ৩ মাগ শুক্রবার পর্যন্ত চলবে নাম কীর্তন।নাম কীর্তন পরিবেশনায় রানাঘাট থেকে শুরু করে হিলি, গঙ্গারামপুর ,হবিরামপুর গঙ্গারামপুরের নাম করা শিল্পীরা রয়েছেন।প্রচুর পরিমাণে বাতাসা ভোগ দান করেন ভক্তরা।সব মিলিয়ে অনুষ্ঠানের দিনগুলোতে ভক্তদের ভিড় হয় ব্যাপক। রামায়ণে উল্লেখ আছে এই তমালবৃক্ষের।যেখানে পঞ্চবটি বনে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন সেই বৃক্ষের পাঁচটির মধ্যে একটি হল তমালবৃক্ষ।যা শুধু কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরে পাশেই তমালবৃক্ষের গাছ দেখা যায় বলে জানা গিয়েছে।এলাকাবাসীদের দাবি,তমাল বৃক্ষটি গঙ্গারামপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের গম্ভীরাতলাতে বিরাট আকারে রয়েছে।এলাকার এক জৈনক ব্যক্তি তমাল বৃক্ষকে কেন্দ্র করে আজ থেকে ২৭বছর আগে গম্ভীরাতলা হালদারপাড়াতে এই ধর্মীয়স্থানে নাম যজ্ঞ অনুষ্ঠানের সূচনা করেন।সেই দিন থেকেই চলে আসছে মহাধুমধাম সহকারে ৪০প্রহর ব্যাপী নাম কীর্তন অনুষ্ঠান।প্রতিবছরের মতো এবছরে ২৭পৌষ থেকে শুরু হয়েছে সেই অনুষ্ঠান।এবছরের উৎসব কমিটির সভাপতি দিগেন হালদার, সম্পাদক সাধন হালদার (পড়ান), সহ-সম্পাদক রাজেন্দ্র হালদার,নারদ হালদার, যুগ্ম সম্পাদক রতন হালদার, শুকলাল হালদার, হিসাব রক্ষক সুভাষ হালদার, কোষাধক্ষ্য কালিপদ হালদার, উপদেষ্টা কমিটির সঞ্জয় হালদার ,সূর্য হালদার, সুরেশ হালদার ,সুনীল হালদার ,অচিন্ত্য হালদার, কৃষ্ণ হালদার, শুকলাল হালদার ,দেবেন্দ্র হালদার, মাধব চন্দ্র হালদারদের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালনা হয়ে থাকে সকল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে। এবছর রানাঘাট থেকে শ্যামসুন্দর সম্প্রদায়, হরিরামপুর থেকে মা পবিত্রা সম্প্রদায় ,বিকোর রাধাগোবিন্দ সম্প্রদায়,নিতাই গৌড় সম্প্রদায় (নীলা)গঙ্গারামপুর জয়গুরু সম্প্রদায়ের মতো নামকরা শিল্পীরা তাদের কীর্তন পরিবেশন করেন। কাদিঘাট গম্ভীরাতলা নামযজ্ঞ অনুষ্ঠানের সম্পাদক সাধন হালদার(পড়ান)বলেন, এলাকায় তমাল বৃক্ষকে কেন্দ্র করেই নাম যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছিল। কলিযুগে হরে কৃষ্ণ নাম ছাড়া কারো গতি নেই। গ্রামবাসী সহ সকলের মঙ্গল কামনার জন্য আমরা এমন অনুষ্ঠানের আয়োজন করেছি। যা আগামী দিনেও করে যাব। নামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তদের মানত পূরণ হওয়ায় বহু বাতাসা ভোগ নিবেদন করা হয় ভক্তদের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here