গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্পে হাজির হলেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান ও বিশিষ্টজনেরা, দুপুরে করালেন প্রকল্পের সুবিধা দিতে আসা বাসিন্দাদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থাও-সাধুবাদ জানান সকলেই
গঙ্গারামপুর ২৮জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।দুয়ারে সরকারের ক্যাম্পে হাজির হয়ে সহযোগিতা করার পাশাপাশি প্রয়োজনে কাজে আসা সকাল বাসিন্দাদের দুপুরে খিচুড়ি খাওয়ালেন এলাকার প্রধান ও বিশিষ্ট সমাজসেবীরা।মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতে স্থানীয় স্কুলে দুয়ারের ক্যাম্পে হাজির হয়েছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও,পঞ্চায়েত সমিতির সভাপতি,এলাকার প্রধান, সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ব্লকের বিডিওর উপস্থিতি ও পঞ্চায়েতের প্রধান , সমাজসেবীদের মাধ্যমে এলাকাবাসীদের এমন সহযোগিতায় করায় সাধুবাদ জানিয়েছেন সকলেই। বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকাল থেকে।উক্ত ক্যাম্পে সরকারের পরিষেবা নিতে আসা জনসাধারণের উপস্থিতির ছিল চোখে পড়ার মত।দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে আসেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল , গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতি সভাপতি বিউটি সরকার,বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রোশনারা বেগম,সমাজসেবী সঞ্জয় সরকার,এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা বাসুরিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি মানারুজ্জামান মন্টু সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পঞ্চায়েতের তরফে দুয়ারে সরকারের ক্যাম্পে আসা সকলকে সহযোগিতা করা হয় এবং সকল জনসাধারণের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল। বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রোশনেয়ারা বেগম জানিয়েছেন, সরকার সকল মানুষজনদের পাশে রয়েছে।দুপুরে দুয়ারে সরকারের ক্যাম্পে সে যেন কোন বাসিন্দায় আহারের জন্য সমস্যায় না পরে তার ব্যবস্থা করা হয়েছে”। বাসুরিয়া অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী তথা বাসুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মানুজ্জামান মন্টু জানিয়েছেন,মানুষজনদের সাথে থেকে আমরা কাজ করে যাই। এখানে দুয়ারে সরকারের ক্যাম্পে পঞ্চায়েতের মাধ্যমে আমরা সহযোগিতা করে আহারের ব্যবস্থা করেছি।মানুষজনদের পাশে থেকে সব সময় কাজ করে যাব। পঞ্চায়েত ও এলাকার বিশিষ্টজনেদের মাধ্যমে এমন দুয়ারের সরকারের ক্যাম্পে দুপুরে আহারের ব্যবস্থা করায় উদ্যোক্তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।