বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হলো নুরপুর আলামিন মডেল মিশনে

0
81

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হলো নুরপুর আলামিন মডেল মিশনে।

প্রতিবছরের মতো এ বছরও নুরপুর আলামিন মডেল মিশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হলো।দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার ও বুধবার করা হলো। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, এদিন ১০০মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, অংক দৌড়, বিস্কুট দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রীরা। এদিনের ক্রিড়া প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে। এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, বংশীহারী ব্লক তৃণমূল সভাপতি পার্থ প্রতিম মজুমদার, ৩ নং এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা পারভিন সহ বিশিষ্ট জনেরা। এদিনের ক্রিড়া প্রতিযোগিতায় উপস্থিত বিশিষ্টজনদের হাতে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় আলামিন মডেল মিশনের পক্ষ থেকে। এদিন আলামিন মডেল মিশনের ছাত্র-ছাত্রীদের দ্বারা ক্রিয়া প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম তুলে ধরা হয় এবং বিশিষ্ট অতিথিরা ছাত্র-ছাত্রীদের এ সমস্ত সামাজিক কাজকর্ম দেখে মুগ্ধ হয়। এদিনের প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, আজকে আমরা নুরপুর আলামিন মডেল মিশনে এসে উপস্থিত হয়েছি, এখানে মিশনের ছাত্র-ছাত্রীদের দ্বারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, এখানে এসে আমরা দেখলাম ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সমাজের বিভিন্ন দিকগুলি অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরেছেন। এখানে এসে খুব ভালো লেগেছে।

এ বিষয়ে নুরপুর আলামিন মডেল মিশনের কর্ণধার জামিল আক্তার জানিয়েছেন, প্রতিবছরের মতো এ বছরও আমাদের মিশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হলো, খুব ভালো লাগছে যে আমাদের মিশনে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক দিকগুলি অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরেছে। আমাদের ডাকে বিশিষ্টজনেরা এসে আমাদের মিশনে উপস্থিত হয়েছিলেন ধন্যবাদ জানাই সকলকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here