তপনে চোলাই ঠেক ভাঙ্গার নামে আদিবাসী মহিলাকে মারধর, প্রতিবাদে আবগাড়ি দপ্তরের সামনে বিক্ষোভ ও অবরোধে আদিবাসী বাসিন্দা শীতল চক্রবর্তী বালুরঘাট ২ এপ্রিল :-আদিবাসী মহিলাকে কেন মারধর করা হল, তার জবাব চেয়ে প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ সহ আবগাড়ি দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা। দক্ষিণ দিনাজপুর জেলার তপনে আবগারি দপ্তরের অফিসের সামনে তীর ধুনক,লাঠি হাতে আন্দোলনে নামায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। অভিযোগ,চোলাই অভিযানে গিয়ে আদিবাসী মহিলাদের মারধর করা সহ তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আবগাড়ি বিভাগের কর্মীরা। প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
আদিবাসীদের অভিযোগ, গত শুক্রবার দুপুরে তপন থানার শিবপুরে চোলাই ঠেক ভাঙতে অভিযানে যায় আবগাড়ি বিভাগের পুলিশ কর্মীরা।শিবপুরের বেশ কয়েকটি এলাকায় চোলাইয়ের ঠেক ভাঙার পাশাপাশি আবগাড়ি পুলিশ হাজির হয় শেফালি ওরাঁও নামে এক আদিবাসী মহিলার বাড়িতে। অভিযোগ,”আবগাড়ি কর্মীরা জোড় করে শেফালি দেবীর বন্ধ ঘর খুলতে চায়।এরপর ঘরের চাবি নিয়ে শেফালির সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ আবগাড়ি দপ্তরের মহিলা কর্মীরা শেফালি মারধর করে। তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয় বলো অভিযোগ ওঠে আবগাড়ি বিভাগের পুলিশ কর্মীদের বিরুদ্ধে।এতে অসুস্থ হয়ে পড়েন শেফালি।স্থানীয় মানুষজন ছুঁটে এসে শেফালিকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে বর্তমান সময়েও তাঁর চিকিৎসা চলবে।
ঘটনার নিন্দা ঝড় ওঠে তপন ব্লক জুড়ে। বুধবার সকাল থেকে তপনের শিবপুর গ্রাম সহ বিভিন্ন এলাকার কয়েকশো আদিবাসী মানুষজন,হাতে তীর ধুনক,লাঠি সহ বিভিন্ন অস্ত্র নিয়ে তপন চৌপথিতে হাজির হয়।চোলাই অভিযানে গিয়ে কেন আদিবাসী মহিলাকে মারধর করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন তারা? তার জবাব চেয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।প্রায় ২ঘন্টা ধরে চলে অবরোধ।এরপর মিছিল করে তপন আবগাড়ি দপ্তরের সামনে হাজির হয় কয়েকশ আদিবাসী মহিলা ও গ্রামবাসীরা।তপন আবগাড়ি দপ্তর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন তারা। আন্দোলনকারী রবীন ওরাও, সত্যেন কেরকাট্টা অভিযোগ করে বলেন,”আদিবাসী বলে কি আমরা মানুষ নই। বিনা অপরাধে ওই মহিলাকে মারধর করায় এমন আন্দোলনে নামা হয়েছে। প্রশাসন ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে। বুধবার সকাল থেকে আদিবাসী মানুষজনের বিক্ষোভ সহ পথ অবরোধের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। একটা সময় আবগাড়ি দপ্তরের সামনে আন্দোলন কারীদের সঙ্গে পুলিশের ধস্তা ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনায় আটকে পড়েন দুর দুরান্তের যাত্রীরা।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হন তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা সহ বিশাল পুলিশ বাহিনী।মোতায়ন করা হয় রেফ বাহিনী। তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা বলেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেওয়া হয়েছে।পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও ,”তপন আবগাড়ি দপ্তরের তপনের পুলিশ অফিসার তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।” এমন ঘটনায় ব্যাপক শোরগোল করেছে এলাকা জুড়ে।