হরিরামপুর: বৈরহাট্টা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তোফাজ্জল হোসেন ভুয়ো ভোটার খুঁজতে কমিটি গঠন করলো বৈরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বৈরহাট্টা তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটি এদিন একটি বৈঠকের মধ্য দিয়ে ভুয়ো ভোটার খুঁজতে কমিটি গঠন করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে যে কমিটি হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে ভুয়ো ভোটার সন্ধান করবে এদিন বৈরহাট্টা অঞ্চল কমিটির তরফে তৈরি করা তৃণমূলের অঞ্চলের তরফে তৈরি করা অঞ্চল কমিটি বৈরহাট্টা অঞ্চলের বিভিন্ন বাড়ি বাড়িতে যাই এবং ভুয়া ভোটারের সন্ধান করে সেখানে উঠে আসে প্রায় এক থেকে ১৫০ ভুয়ো ভোটার নামের তালিকা যে তালিকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বৈরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তোফাজ্জল হোসেনের কাছে জমা দেন বৈরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তোফাজ্জল হোসেন সেই নামের তালিকা জেলা স্তরে পাঠাবেন বলে জানিয়েছেন বৈরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তোফাজ্জল হোসেন। এদিন অঞ্চল কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন, বৈরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তোফাজ্জল হোসেন, বৈরহাট্টা অঞ্চল চেয়ারম্যান নিমাই চন্দ্র দাস, হরিরামপুর ব্লক কৃষাণ ক্ষেতমজুরের জন্য সভাপতি আজার হোসেন , বৈরহাট্টা গ্রাম প্রধান সরোজিনী হেমরম, বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনসার আলী সহ আরো অন্যান্য বৈরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।
বাইট বৈরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তোফাজ্জল হোসেন জানিয়েছেন