গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক নাবালিকা স্কুল ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুর শহরে পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সরাই কাশিমপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত নাবালিকার নাম রুপা সরকার (১৬)। বুনিয়াদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সরাই কাশিমপুর এলাকায় বাড়ি। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় মৃতার মা ভারতী সরকার মেয়েকে বাড়িতে রেখে বাসন্তী পূজা উপলক্ষে
ধুমসাদিঘিতে পুতুল নাচ দেখতে যান। রাত্রি এগারোটা নাগাদ ভারতী দেবী বাড়ি ফিরে মেয়েকে ডাকাডাকি করে সারা না পাওয়াই দরজা ভেঙে দেই পরিবারের লোকজন। ঘরের দরজা খুলে দেখতে পান মেয়ে রুপা সরকার নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। ঝুলন্ত দেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। কান্না শুনে ছুটে আসেন গ্রামের লোকজন। খবর পেয়ে ছুটে আসেন বংশীহারী থানার পুলিশ। রাতেই পুলিশ দেহ উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে জান। ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর তাকে মৃত বলে জানান। পরিবারের কাছে মেয়ের মৃত্যুর কারণ জানতে চাইলে কোনো উত্তর পাওয়া যায়নি। সোমবার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে বালুরঘাটে ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। এবার ওই নাবালিকা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
এই বিষয়ে মৃত মেয়ের আত্মীয় শিবনাথ তরফদার জানিয়েছেন আমরা জানতে পারি মা ধুমসাদিঘিতে পুতুল নাচ দেখতে যান। রাত্রি এগারোটা নাগাদ ভারতী দেবী বাড়ি ফিরে মেয়েকে ডাকাডাকি করে সারা না পাওয়াই দরজা ভেঙে দেখে মেয়ে ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এরকম ঘটনা ঘটিয়েছে টা এখনো ওজানা।