রাস্তার তলায় দুর্নীতি? তপনের শ্রীবইয়ে উন্নয়নের ঢালাইয়ে রাজনৈতিক ধাক্কা, মুখোমুখি তৃণমূল-বিজেপি

0
41

“রাস্তার তলায় দুর্নীতি? তপনের শ্রীবইয়ে উন্নয়নের ঢালাইয়ে রাজনৈতিক ধাক্কা, মুখোমুখি তৃণমূল-বিজেপি”

বালুরঘাট, ৮ এপ্রিল ——-রাস্তা ঢালাইয়ে শুরু হয়েছিল উন্নয়নের গল্প। কিন্তু সেই ঢালাই শুকোতে না শুকোতেই জমে উঠল অভিযোগের কংক্রিট! দক্ষিণ দিনাজপুরের তপনের শ্রীবই গ্রামে মঙ্গলবার সকাল থেকে সাক্ষী থাকল এক উত্তপ্ত রাজনৈতিক পাল্টা-পাল্টি অবস্থানের। রাস্তা নয়, যেন তৈরি হচ্ছিল তৃণমূল-বিজেপি সংঘর্ষের মঞ্চ!

আদিবাসী উন্নয়ন তহবিলের প্রায় ১২ লক্ষ টাকা খরচে নির্মাণাধীন তিনশো মিটার লম্বা একটি ঢালাই রাস্তা—যা এখন গোটা গ্রাম জুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দু। বিজেপির অভিযোগ, ‘উন্নয়ন’ শব্দটা শুধুই বোর্ডে টাঙানো আছে, বাস্তবে রাস্তার নিচে পোঁতা হয়েছে দুর্নীতির শিকড়। অভিযোগ, নিয়ম ভেঙে, সিডিউল না মেনে চলছে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ। কাজ শুরুর পরই ঢালাইয়ে দেখা দিয়েছে ফাটল, ভেঙে পড়ছে প্রান্ত।

বিজেপি নেতা গোবিন্দ বর্মনের ভাষায়, “এটা রাস্তা নয়, প্রহসন। মাটি আর ধুলো দিয়ে ঢালাই! এইভাবে উন্নয়ন হয়?” সকাল থেকেই বিজেপি কর্মীদের জমায়েত হয় ঘটনাস্থলে। গলা ফাটিয়ে দাবি—কাজ বন্ধ করো, তদন্ত চাই!

উল্টোদিকে তৃণমূলের পালটা তোপ। নেতা নয়ন ওরাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “গ্রামবাসীর রাস্তা তারা নিজেরাই বুঝে নেবেন। বিজেপি এসে উসকানি দিচ্ছে, রাজনীতি করছে। সেটা আমরা সহ্য করব না।”

দু’পক্ষের এই তর্কবিতর্ককে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।
তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মনের গলায় শোনা গেল কূটনৈতিক সংযম— তিনি বলেন, “আমি এখনও বিস্তারিত জানি না। তবে সিডিউল মেনে যেন কাজ হয় সেবিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শ্রীবইয়ের মানুষ হতবাক—রাস্তা না কি রাজনীতির প্ল্যাটফর্ম? প্রতীক্ষিত পাকা রাস্তা আদৌ দাঁড়াবে তো, নাকি আবারও গা বাঁচিয়ে মুছে যাবে জনগণের স্বপ্ন?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here