নতুন সুপার স্পেশালিটি নার্সিংহোমের উদ্ভোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র

0
386

গঙ্গারামপুর শহরের ১৮নম্বর ওয়ার্ডের কালদিঘিতে পরশ নামে নতুন সুপার স্পেশালিটি নার্সিংহোমের উদ্ভোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র,উদ্বোধনের দিন নার্সিংহোমের তরফে করা হলো রক্তদান,বস্ত্রদান সহ টিভি রোগীদের দায়িত্ব নেওয়া হয়।

গঙ্গারামপুর ৯ এপ্রিল দক্ষিণ দিনাজপুর।স্বাস্থ্য পরিষেবা সুপার স্পেশালিটি নার্সিংহোম তৈরি করে স্বাস্থ্য পরিষেবায় নতুন উদ্যোগ শুরু করলেন।বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১৮নম্বর ওয়ার্ডের কালদিঘিতে অবস্থিত পরশ নামে নতুন সুপার স্পেশালিটি নার্সিংহোমের উদ্ভোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে সমাজসেবী থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসক থেকে নার্সিংহোম কর্তৃপক্ষ সদস্যরা উপস্থিত ছিলেন।উদ্বোধনের দিনেই সুপার স্পেশালিটি নার্সিংহোম পরশের তরফে রক্তদান ,বস্ত্রদান করা সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়।নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, সঠিক মূল্যে ভালো স্বাস্থ্য পরিষেবা হিসেবে দেওয়া হবে তাদের লক্ষ।মন্ত্রী ও পরশ সুপার স্পেশালিটি নার্সিংহোমের প্রশংসা করেছেন তিনি। (পরশ শব্দের অর্থ হলো ছোঁওয়া,বা কেয়ার)অর্থাৎ স্বাস্থ্য পরিষেবায় যে কেউই এখানে পরিষেবা নিতে আসবে তাদের পাশে দাঁড়িয়ে পরশ নামে এই সুপার স্পেশালিটি নার্সিং হোমটি উন্নতমানের পরিষেবা দিয়ে থাকবে।বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুর শহরের ১৮নম্বর ওয়ার্ডের কালদীঘিতে এই সুপার স্পেশালিটি নার্সিংহোম পরশের উৎপাদন করা হয় রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে।মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী নিহার ঘোষ,সাবদুল মিত্র, চিকিৎসক ডক্টর সরকার, নার্সিংহোমে ডিরেক্টর সুধাংশু সরকার,মিঠু সরকার,নার্সিংহোম কর্তৃপক্ষ বিজয় রায় সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত বিশিষ্টজনদের হাত দিয়ে ১৭জন টিভি রোগীর জন্য ৬মাসের সব ধরনের খরচ,ওষুধপত্র দায়িত্ব নেন পরশ সুপার স্পেশালিটি নার্সিং হোম কর্তৃপক্ষ।পাশাপাশি এদিন স্বেচ্ছায় হাসপাতাল এবং বিভিন্ন জায়গায় রক্ত সংকট মেটানোর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে।নার্সিংহোম কর্তৃপক্ষ সহ বহু মানুষজন সেখানে স্বেচ্ছায় রক্তদান করেন। মন্ত্রী বিপ্লব মিত্র জানলেন,”দায়িত্বের সঙ্গে ভালো পরিষেবা দিয়ে কাজ করবে সুপার স্পেশালিটি এই নার্সিংহোমটি।সরকারি দেওয়া স্বাস্থ্য সাথী কার্ডে তারা পরিষেবা দেবে।” পরশ সুপার স্পেশালিটি নার্সিংহোম কর্তৃপক্ষের ডিরেক্টর সুধাংশু সরকার জানিয়েছেন, স্বাস্থ্য সাথী কার্ডসহ সঠিক মূল্য ভালো স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ায় হবে আমাদের লক্ষ্য। ” এই সুপার স্পেশালিটি নার্সিংহোম পরশ আগামী দিনের স্বাস্থ্য পরিসেবার এক উল্লেখযোগ্য নাম হবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here