ভালো হোটেল থাকলে জেলাতে বিদেশ থেকেও শিল্পপতিরা ছুটে আসেন, বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুরের রতনমালা কলোনী এলাকায় রুদ্রানী রেসিডেন্সি ফাইভ স্টারের ধাঁচে বিলাসবহল হোটেলের উদ্বোধন করে ব্যবসায়ীর শংকর রায়ের প্রশংসা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, উদ্বোধনে হাজির হলেন বিশিষ্টজনেরা-ব্যবসায়ীর উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই
শীতল চক্রবর্তী বালুরঘাট ১৯শে এপ্রিল দক্ষিণ দিনাজপুর। জেলাতে ভালো হোটেল থাকলে বাইরের ব্যবসায়ীরাও সেই জেলাতে শিল্প করতে আসেন। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী রতনমালা কলোনী এলাকায় রুদ্রানী রেসিডেন্সি নামে ফাইভস্টারের ধাঁচে বিলাসবহুল হোটেলের উদ্বোধন করতে এসে হোটেল মালিক শঙ্কর রায় নামে ওই ব্যবসায়ীর উদ্যোগকে প্রশংসা করে এমনই জানালেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে রাজ্যের মন্ত্রী স্বস্তিকের পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি থেকে পৌরসভার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,জেলা পরিষদের সদস্য,স্থানীয় গ্রাম পঞ্চায়েতে প্রধান,ব্যবসায়ী সংগঠনের সদস্য, সমাজসেবী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শঙ্কর রায় নামে ওই ব্যবসায়ী দক্ষিণ দিনাজপুর জেলাতে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন তিনি সুনামের সঙ্গে।তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবার সুবাদে বিভিন্ন জায়গায় ঘুরে বিষয়টা নিয়ে একটি জিনিস উপলব্ধি করেছেন যে, জেলাতে ভালো হোটেল থাকলেই রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশের নামকরা ব্যবসায়ীরাও সেই জেলায় ব্যবসা করতে আসেন।এরপরে শঙ্করবাবু গঙ্গারামপুর ব্লকের রতনমালা কলোনী এলাকায় বেশ কিছুদিন ধরে ফাইভ স্টার এর ধাপে বিলাসবহন হোটেল তৈরি করেন।রুদ্রানী রে নামে এই বিলাস বহুল হোটেল রয়েছে সব ধরনের উন্নত মানের পরিষেবা। যা দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম হোটেল বলে মনে করছেন অনেকেই। বৃহস্পতিবার রাতে রুদ্রানী রেজেন্সি নামে এই বিলাস বহুল হোটেলের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ,তিনি স্বস্তিক হাজির হয়েছিলেন।এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর অমলেন্দু ভূষণ সরকার,জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার,ব্যবসায়ী সমিতির সম্পাদক কমলেশ ফৌজদার, সমাজসেবী শাব্দুল মিত্র, কাঞ্চন সেন,তুলসীপ্রসাদ চৌধুরী, ব্যবসায়ী তথা হোটেল মালিক শঙ্কর রায়, দমদমা গ্রাম পঞ্চায়েতের প্রধান ,সহ বিশিষ্টজনের উপস্থিত হয়েছিলেন। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র শঙ্কর রায়ের এমন উদ্যোগে প্রশংসা করে বলেন,”ভালো হোটেল হলে অবশ্যই বাইর থেকে ব্যবসায়ীরা শিল্প করতে আসবেন।শঙ্কর রায়ের এমন উদ্যোগকে ধন্যবাদ জানান তিনি।” গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,”এমন একটি বিলাস বহুল হোটেলের প্রয়োজন ছিল।যেটা জেলার মধ্যে প্রথম শঙ্কর বাবু পূরণ করলেন। এর ফলে জেলাতে শিল্পের বিকাশ হবেই। উদ্যোক্তাকে সাধুবাদ জানাই।” জেলার নামকরা ব্যবসায়ী তথা রুদ্রাণী রেসিডেন্সি হোটেলের মালিক শঙ্কর রায় জানালেন,”গঙ্গারামপুররে এমন বিলাস বহুল হোটেল তৈরি হবার বলে জেলাতে আগামীতে আসবে বড় বড় শিল্পপতিরা।এলাকার বেকার যুবক যুবতিদের কর্মসংস্থানের সুযোগের ব্যবস্থা করা হয়েছে।