২৯ তম দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলা অনুষ্টিত হতে চলেছে বুনিয়াদপুর ফুটবল মাঠে

0
55

সোমবার ২৯তম জেলা বইমেলা বুনিয়াদপুর অনুষ্ঠিত হচ্ছে

শীতল চক্রবর্তী ৫ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর ২৯ তম দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলা অনুষ্টিত হতে চলেছে বুনিয়াদপুর ফুটবল মাঠে। ৬ই জানুয়ারি থেকে ১২ই জানুয়ারী পর্যন্ত চলবে এই বই মেলা। মেলার এক দিন আগে লটারির মাধ্যমে বিলি করা হলো বুক স্টল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগ স্থানীয় গ্রন্থাগার কর্তৃক দক্ষিণ দিনাজপুরের ব্যবস্থাপনায় ২৯তম দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলা অনুষ্টিত হতে চলেছে বুনিয়াদপুর ফুটবল মাঠে।আজ(সোমবার) ৬ই জানুয়ারী ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ও রাজ্যের গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ধরে হতে চলেছে উদ্বোধন। একটি সুসজ্জিত র‍্যালির মধ্যে দিয়ে সোমবার বেলা ১টা নাগাদ বুনিয়াদপুর শহর পরিক্রমা করে বইমেলার সূচনা করা হবে। প্রায় বেশ কয়েক বছর পরে বুনিয়াদপুর শহরের বুনিয়াদপুর ফুটবল মাঠে হতে চলেছে জেলা বইমেলা। এই মেলায় মূলত বিভিন্ন ভাষার বই থেকে শুরু করে নানা কবি ও সাহিত্যিকরা তাদের লেখা বই এই মেলার মধ্য দিয়ে প্রকাশিত করবেন।মেলার সাথে সাথে থাকছে বিভিন্ন ধরনের নাচ, গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এছাড়াও জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
জেলা গ্রন্থাগার দপ্তরের এক আধিকারিক তন্ময় সরকার জানিয়েছেন,আজ(সোমবার) ৬ তারিখ থেকে বুনিয়াদপুর শহরের বুনিয়াদপুর ফুটবল মাঠে দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা শুরু হবে। সেখানে বিশেষ অতিথিরা উপস্থিত থাকবেন। আমরা আজকে লটারির মাধ্যমে মেলায় তৈরি করা বুক স্টল গুলি বিতরণ করলাম।
এবিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার জানিয়েছেন,” আগামীকাল থেকে বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত বুনিয়াদপুর ফুটবল মাঠে জেলা বইমেলা শুরু হবে। সেখানে বিভিন্ন গুণীজনেরা উপস্থিত থাকবেন। সকলের কাছে আবেদন একবার হলেও যাতে মেলায় আসে এবং বই পড়ে”।
এবিষয়ে বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল জানিয়েছেন,”জেলা বইমেলা (সোমবার) আজ থেকেই শুরু হতে চলেছে।সকলকে বলবো মেলায় আসুন, বুক স্টল গুলি পরিদর্শন করুন,এবং বই পড়ুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here