পথ নাটিকার মধ্য দিয়ে মানুষজনকে সচেতন করে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল

0
41

গঙ্গারামপুরের ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের তরফে ফুলবাড়ী চৌপথিতে পথ নাটিকার মধ্য দিয়ে মানুষজনকে সচেতন করে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল,উপস্থিত থাকলেন বিশিষ্টজনেরা

গঙ্গারামপুর ,৩১শে জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।পথ নাটিকার মধ্য দিয়ে মানুষজনকে সচেতন করে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল ট্রাফিক পুলিশ।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের তরফে ফুলবাড়ি চৌপথিতে এমনই অনুষ্ঠান করা হয়। সেখানে ট্রাফিক পুলিশের ডিএসপি,ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক ওসি,স্থানীয় পঞ্চায়েতের প্রধান সহ আরো অনেকে উপস্থিত । প্রতিবছরই পথ নিরাপত্তার সাথে মানুষজনদেরকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিয়ে থাকে ফুলবাড়ি হাইওয়ে পুলিশ। শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে এক বিরাট পথনাটিকার আয়োজন করা হয় ফুলবাড়ি চৌপতিতে। গাড়ি দেখে চালান, নিজের জীবন নিজেই সুরক্ষা করুন। এই বিষয়ের উপরে একটি পথের আয়োজন করা হয়।সেখানে ফুলবাড়িতে সাধারণ মানুষজন সেই নাটক দেখতে ভিড় জামায়। এছাড়া ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস সারা বছর ধরেই মানুষজনদের সুবিধায় পথ নিরাপত্তা দেবার জন্য কাজ করে যান। ট্রাফিক পুলিশের ডিএসপি বিল্ল মঙ্গল সাহা জানিয়েছেন,”পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে । মানুষজন সচেতন হবেই। উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরন কুন্ডু জানিয়েছেন, ট্রাফিক পুলিশের এই কাজ প্রশংসনীয়। দুর্ঘটনার মাত্রা কমবে। ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here