জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল

0
54

হরিরামপুর: জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের হরিরামপুর এ এসডিএম মাঠে এদিন ৫১ টি ইভেন্টের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে হরিরামপুরের বহু স্কুলের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল। এদিন উপস্থিত ছিলেন সেখানে হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, এছাড়াও সেখানে উপস্থিত গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত দাস , হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, হরিরামপুর থানা আইসি অভিষেক তালুকদার, বিশিষ্ট আইনজীবী জেলার অন্যতম নেতা চিরঞ্জীব মিত্র, জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল , হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, ব্লক তৃণমূলের সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূলের সহ মনোজিৎ দাস, জেলা সেক্রেটারি অভিজিৎ মিশ্র সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা। প্রথমে অতিথিদের পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়ার পরে এবং জাতীয় পতাকা উত্তোলন করে এবং ক্রীড়া দপ্তরের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এর পরেই রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান উদ্বোধন করেন মোট ৫১ টি ইভেন্টের অনুষ্ঠিত হয়েছিল এদিন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ক্রিড়া দপ্তরের পক্ষ থেকে ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here